For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একমাসেই শেষ হবে নারদ তদন্ত, কলকাতা হাইকোর্টে জানিয়ে দিল সিবিআই

আগামী একমাসের মধ্যে নারদ মামলার তদন্ত শেষ করে চার্জশিট পেশ করতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

  • |
Google Oneindia Bengali News

আগামী একমাসের মধ্যে নারদ মামলার তদন্ত শেষ করে চার্জশিট পেশ করতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এদিন কলকাতা হাইকোর্টে সাংসদ অপরূপা পোদ্দার ও ইকবাল আহমেদের এফআইআর খারিজ মামলায় একথা জানিয়েছে সিবিআই।

একমাসে শেষ হবে নারদ তদন্ত, কলকাতা হাইকোর্টে জানিয়ে দিল সিবিআই

হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর এজলাসে সিবিআই এর আইনজীবী কৌশিক চন্দ জানান, নারদ মামলায় তদন্ত একেবারে শেষ পর্যায়ে রয়েছে। শেষ একটি রিপোর্ট আসার পরই চার্জশিট পেশ করা হবে।

এই নারদ ঘুষ কাণ্ডে তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা-নেত্রীদের ভিডিও ফুটেজ প্রকাশ্যে আসার পর কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। মামলার তদন্তভার যায় সিবিআই-এর হাতে। সেইমতো ভিডিওয় যে অভিযুক্তদের দেখা গিয়েছিল তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে সিবিআই। এফআইআর-এ সব অভিযুক্তের নাম ছিল। এরপর এফআইআর থেকে নাম খারিজের আবেদনে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অপরূপা পোদ্দার ও ইকবাল আহমেদ।

মামলার শুনানিতে সিবিআই আগেই জানিয়ে দেয়, 'তদন্তের স্বার্থে নারদ মামলার আসল ভিডিও ফুটেজ উদ্ধারের জন্য নারদ কর্তা ম্যাথু সামুয়েল যে ফোনটি ব্যবহার করেছিলেন তা থেকে আসল ভিডিও তথ্য সংগ্রহের জন্য আমেরিকার অ্যাপেল সংস্থার কাছে আবেদন করেছে সিবিআই। সেটি হাতে পেতে সময় লাগবে।'

[আরও পড়ুন:বালুরঘাটের বামপ্রার্থীর ভোট প্রচারে তুরুপের তাস 'ছাপোষা জীবন' ][আরও পড়ুন:বালুরঘাটের বামপ্রার্থীর ভোট প্রচারে তুরুপের তাস 'ছাপোষা জীবন' ]

সিবিআই আইনজীবী জানান, 'ম্যাথু সমস্ত রেকর্ডিং মুছে দিয়েছিলেন। সেগুলি উদ্ধার করার জন্য মার্কিন দূতাবাস মারফত ওই মোবাইল প্রস্তুতকারী সংস্থাকে বিষয়টি জানানো হয়েছে। এখনও পর্যন্ত সেখান থেকে কোনও উত্তর আসেনি। সিবিআই উত্তরের জন্য অপেক্ষা করছে।'

[আরও পড়ুন:বিজেপির জমজমাট ভোট প্রচার জলপাইগুড়িতে ][আরও পড়ুন:বিজেপির জমজমাট ভোট প্রচার জলপাইগুড়িতে ]

এর প্রেক্ষিতে নারদ মামলার শুনানি ১২ সপ্তাহের জন্য স্থগিত করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। অপরূপা পোদ্দার এবং ইকবাল আহমেদের বিরুদ্ধেও সিবিআই আগামী ১৬ সপ্তাহ কোনও কঠোর পদক্ষেপ করতে পারবে না বলে জানিয়েছে।

English summary
Will submit charge sheet in Narada sting operation case within one month, CBI tells Calcutta High Court
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X