For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আদালতে জয় পেলেও মনোনয়ন দিতে পারবেন তো বিরোধীরা! ‘শঙ্কা’ কাটছে না কিছুতেই

পঞ্চায়েত মামলায় বিরোধীরা বিরাট জয় পেয়েছে। সম্মিলিতভাবে ধাক্কা দিয়েছে শাসক শিবিরে। কিন্তু পুরনো আশঙ্কা আর দূর হচ্ছে না।

  • |
Google Oneindia Bengali News

পঞ্চায়েত মামলায় বিরোধীরা বিরাট জয় পেয়েছে। সম্মিলিতভাবে ধাক্কা দিয়েছে শাসক শিবিরে। কিন্তু পুরনো আশঙ্কা আর দূর হচ্ছে না। মনোনয়নের জন্য একদিন বাড়তি সময় পাওয়া গেলেও আদতে তা কতখানি লাভ হবে, তা নিয়েই ধন্দে বিরোধী রাজনৈতিক দলগুলি। বর্তমানে রাজ্যের প্রধান বিরোধী দল হয়ে ওঠা বিজেপি হোক বা কংগ্রেস কিংবা সিপিএম- সকলেই এখন প্রার্থীর খোঁজে।

হিসাব বলছে, ২৭ শতাংশ আসনে প্রার্থী দিতে পারেনি বিরোধীরা। এই বিশাল সংখ্যক আসনে একদিনে কি প্রার্থী দেওয়া সম্ভব? বিরোধী দলগুলির পক্ষ থেকে দাবি করা হচ্ছে- আমরা তৈরি আছি। কিন্তু আদৌ তাঁরা কতটা ফলপ্রসূ হবেন, তা নিয়ে সংশয় রয়েই যায়।

আদালতে জয় পেলেও মনোনয়ন দিতে পারবেন তো বিরোধীরা

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ পরিষ্কার জানিয়েছেন, আমরা তৈরি। বাকি আসনে মনোনয়নের সব কাগজ তৈরি করা আছে। তবে মনোনয়ন জমা দেওয়ার পরিবেশ থাকে কি না তা নিয়ে প্রশ্ন রয়েই গেছে। বিরোধীদের শঙ্কা, মনোনয়ন পর্বের শুরু থেকেই রাজ্যজুড়ে যে সন্ত্রাসের আবহ তৈরি করা হয়েছিল, তা যে এবারও হবে না, সেই নিশ্চয়তা কোথায়!

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, আদালত তো নির্দেশ দিয়েছে। একদিন সময় পাওয়া গিয়েছে মনোনয়ন জমা দেওয়ার। কিন্তু মনোনয়ন জমা দেওয়ার সুযোগ আদৌ পাওয়া যাবে কি না তা নিয়ে সংশয় কাটছে না কিছুতেই। তাঁর ব্যাখ্যা পুলিশ শাসক দলের তৃণমূল কংগ্রেসের দলদাসে পরিণত হয়েছে।

আদালতে জয় পেলেও, ময়দানে নেমে বিরোধীরা আদৌ সুবিধা করতে পারবেন কি না, তা নিয়ে বিরোধীরা নিজেরাই সংশয়ে। সেইসঙ্গে আশঙ্কিতও তাঁরা। বিরোধীরা মনে করছে, ময়দানের লড়াই অন্যরকম। সেই লড়াইয়ে জয় আসবে কি না, তাই এখন দেখার।

English summary
Will Opponents be able to nominate in Panchayat Election after verdict of High Court? Opponent is in fear to nominate in election.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X