For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মিনি স্কার্ট পরা ট্রাফিক পুলিশ! কলকাতার রাস্তায় কবে দেখা মিলবে

মহিলা পুলিশ। কিন্তু পরনে মিনি স্কার্ট। আর আরও আকর্ষণ বাড়াতে মাথায় লাল-টুপি। এই পুলিশ দলের আবার বিশেষত্ব হল- সুন্দরী হতে হবে। ফিগার থেকে শুরু করে দর্শন- কোথাও ফাঁক থাকলে হবে না।

  • By Oneindia Staff
  • |
Google Oneindia Bengali News

মহিলা পুলিশ। কিন্তু পরনে মিনি স্কার্ট। আর আরও আকর্ষণ বাড়াতে মাথায় লাল-টুপি। এই পুলিশ দলের আবার বিশেষত্ব হল- সুন্দরী হতে হবে। ফিগার থেকে শুরু করে দর্শন- কোথাও ফাঁক থাকলে হবে না। এই পুলিশ বাহিনীকে দেখে যে অন্যরা রীতিমতো আকর্ষণ অনুভব করে। এই দর্শনধারী শর্তের জন্যই এই মহিলা পুলিশ বাহিনীকে যেমন দেওয়া হয়েছে মিনিস্কার্টের ইউনিফর্ম, তেমনি সেই ইউনিফর্মের রঙও করা হয়েছে কালো। মাথায় দেওয়া হয়েছে লাল-টুপি।

মিনি স্কার্ট পরা ট্রাফিক পুলিশ! কলকাতার রাস্তায় কবে দেখা মিলবে

লেবাননের ব্রোউমানা শহরে এখন রাস্তায় দাঁড়িয়ে যান নিয়ন্ত্রণ করছেন এমনই একদল মিনি স্কার্ট পরিহিত মহিলা পুলিশ। এই শহরের কর্পোরেশন থেকে এই মিনি স্কার্ট পরিহিত মহিলা পুলিশবাহিনী তৈরি করা হয়েছে। ব্রোউমানা মেয়র পিয়ারে আছকর জানিয়েছেন, 'মূলত পশ্চিম দেশগুলোর সামনে উদার মানসিকতা তুলে ধরতেই এই অভিনব উদ্যোগ। বহু পর্যটক লেবাননের প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক সব স্থান দর্শন করতে আসেন। কিন্তু এরা ভাবেন লেবানন অত্যন্ত একটি রক্ষণশীল দেশ। পর্যটকদের মন থেকে সেই ধারনা দূর করতে এবং লেবাননের প্রতি আকর্ষণ বাড়াতে এই উদ্যোগ।'

সেইসঙ্গে পিয়ারে আরও জানিয়েছেন যে, 'গরমকালে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে আসা ৯৯ শতাংশ পর্যটকই শর্টস পরেন, সেই বিষয়টির সঙ্গে সামাঞ্জস্য রাখতেই এই সরকারি উদ্যোগ।'

মিনি স্কার্ট পরা ট্রাফিক পুলিশ! কলকাতার রাস্তায় কবে দেখা মিলবে

ব্রোউমানা শহরের এই অভিনব উদ্যোগে অবশ্য সোশ্যাল মিডিয়ায় এখন ঝড় বইছে। কেউ কেউ এই উদ্যোগকে স্বাগত ও আকর্ষণীয় বলে ব্যাখ্যা করেছেন। কেউ আবার তুলোধনা করেছেন ব্রোউমানা শহরের কর্পোরেশনকে। অনেকে সোশ্যাল মিডিয়ায় এটাকে 'চিফ পাবলিসিটি' বলেও তির্যক বান নিক্ষেপ করেছেন। এঁদের যুক্তি গরমের কারণে যদি মহিলা পুলিশ বাহিনীর ইউনিফর্ম মিনি স্কার্ট হয়ে থাকে তাহলে পুরুষ পুলিশ বাহিনীর সদস্যদের কেন হাফপ্যান্ট পরানো হচ্ছে না কিন্তু, ব্রোউমানা শহরের মানুষ এই মিনি স্কার্ট মহিলা পুলিশ পেয়ে আপ্লুত। এটাকে কেউ অশ্লীল বলতে নারাজ। এঁদের অনেকেরই দাবি, যারা এই পুলিশ বাহিনীতে কাজ করছে তাঁরা খুবই ভদ্র ও সুন্দর। শহরে একটা পরিবর্তন এসেছে দেখে ভালোও লাগছে।

কলেজ পড়ুয়া সামাতা সাদ খুবই খুশি এমন এক মহিলা পুলিশ বাহিনীতে কাজ পাওয়ায়। তাঁর মতে, 'কাজটা খুবই উপভোগ করছি। কাজটা এতটাই উত্তেজিত ডিউটির জন্য মুখিয়ে থাকি। আশা করি প্রতি গরমে এমন উদ্যোগ নেওয়া হবে।'

মিনি স্কার্ট পরা ট্রাফিক পুলিশ! কলকাতার রাস্তায় কবে দেখা মিলবে

মিনি স্কার্ট পরা ট্রাফিক পুলিশ! কলকাতার রাস্তায় কবে দেখা মিলবে

কলকাতা পুলিশ সম্প্রতি এক মহিলা পুলিশ সার্জেন্ট বাহিনী তৈরি করেছে। যাঁদেরকে পরীক্ষামূলকভাবে শহরের বিভিন্ন প্রান্তে যান নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হচ্ছে। কলকাতাতেও ফি বছর বহু পর্যটক আসেন। বিদেশি পর্যটকদের সারাবছরই একটা বড় ঠিকানা এই কলকাতা। এই শহরের সর্বোচ্চ তাপমাত্রাও সাধারণত ২৫ ডিগ্রির নিচে নামে না। গরমকালে এই তাপমাত্রা গড়ে ৩৮ থেকে ৩৯ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করে। সুতরাং, কলকাতা শহরের পর্যটন মানচিত্রে লেবাননের মতো মিনি স্কার্ট পরিহিত
সুন্দরী মহিলা পুলিশ দল নিয়োগের সারবত্তা এক্কেবারে উড়িয়ে দেওয়া যায় না।

গরমে ক্লান্ত পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণ হতেই পারে মিনি স্কার্ট পরা মহিলা পুলিশের দল।

English summary
Broummana, city of Lebanon has introduced mini skirt clad female police force to attract the tourist. This Police Force in their mini skirt control the trafic.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X