স্বামীর নাইট ডিউটি, চোর খুঁজতে গিয়ে খাটের তলা থেকে বের হল স্ত্রীর প্রেমিক
একজোড়া চটি জুতোই কাল হল। ওই চটি-জোড়াই শেষমেশ ধরিয়ে দিল স্ত্রীর প্রেমিককে। স্বামী তখন নাইট ডিউটিতে, বাড়িতে অন্য কার চটি জোড়া দেখে সন্দেহ হয়েছিল ভাসুরের। তিনিই চোর চোর করে চিৎকার শুরু করে দেন। সেই চোর খুঁজতে গিয়েই ভাইয়ের ঘরে খাটের তলা থেকে বের হল এক যুবক।

চাঞ্চল্যকর এই ঘটনা দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে। চোর খুঁজতে গিয়ে খাটের তলা থেকে বৌমার প্রেমিকের বেরিয়ে আসার পর পুলিশ ডেকে ধরিয়ে দেওয়া হয়। ধৃতের নাম সুভাষ দাস। গ্রেফতার করা হয় গৃহবধূকেও। তাঁদের বিরুদ্ধে ধরা পড়ে মারধরের অভিযোগও করা হয়েছে।
পেশায় ট্যাক্সিচালক তপন সাউ নাইট ডিউটিতে বাড়ির বাইরে ছিলেন। ভোররাতে তপনের দাদা স্বপন দেখেন, বাড়িতে একজোড় চটি জুতো। সেই জুতো বাড়ির কারও নয়। এরপরই চোর চোর করে চিৎকার শুরু করে দেন স্বপন। স্ত্রী ও বউমাকে ডেকে চোর খুঁজতে শুরু করে দেন। তখনই ঘটে বিপত্তি, বউমার খাটের তলা থেকে পাওয়া যায় সুভাষ দাসকে।
[আরও পড়ুন: কাশ্মীরে পর্যটনের জন্য জমি কিনবে মহারাষ্ট্র সরকার]
এরপরই ফাঁস হয়ে যায় সমস্ত রহস্য। সুভাষ তপনের বন্ধু। তপনের স্ত্রী মৌসুমীর সঙ্গে তাঁর বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয়েছিল বেশ কিছুদিন ধরে। স্বামীর অনুপস্থিতিতে মৌসুমী সুভাষকে ডেকে নিয়েছিল ঘরে। ঘরে ঢোকার মুখে চটি জোড়া খুলে মস্ত বড় ভুল করে ফেলে সে। আর তারই মাশুল দিয়ে যেতে হল শ্রীঘরে। তপন তো এইসব ঘটনা শুনে তাজ্জব।

অভিযোগ, হাতেনাতে ধরা পড়ার পর সুভাষ ও মৌসুমী চড়াও হয় ভাসুর স্বপন ও তাঁর স্ত্রীর উপর। থানায় এই মর্মেও লিখিত অভিযোগ দায়ের হয়। সোনারপুর থানার পুলিশ তাদের গ্রেফতার করে আদালতে পেশ করে। দুজনকেই জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বারুইপুর আদালতের বিচারক।
[আরও পড়ুন: তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ, মেদিনীপুরে ফের নয়া পুরসভা দখলের পথে গেরুয়া শিবির]