For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯ ভোট প্রচারে মিমি-নুসরত ছাড়া আর কোন চমক দিতে চলেছেন মমতা! উঠে আসছে কাদের নাম

লোকসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণার পর্বেই বড়সড় চমক দিয়েছিলেন মমতা বন্দ্য়োপাধ্যায়।

  • By Rahul Roy
  • |
Google Oneindia Bengali News

লোকসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণার পর্বেই বড়সড় চমক দিয়েছিলেন মমতা বন্দ্য়োপাধ্যায়। পোড় খাওয়া রাজনীতিবিদ ইদ্রিস আলির জায়গায় বসিরহাট কেন্দ্রে অভিনেত্রী নুসরত জাহানকে প্রার্থী হিসাবে ঘোষণা করেন নেত্রী। অন্যদিকে, যাদবপুর থেকে সুগত বসু সরে দাঁড়ানোয় সেখানে টলি স্টার মিমি চক্রবর্তীকে প্রার্থী হিসাবে দাঁড় করিয়ে রীতিমত চমক দেন তৃণমূল সুপ্রিমো। তবে এখানেই শেষ নয়। এরপরও চমক দিতে চলেছে তৃণমূল। লোকসভা নির্বাচনের তারকা প্রচারকদের নামের তালিকা প্রকাশ করে এই চমক দিয়েছে ঘাসফুল শিবির।

নুসরত-মিমি

নুসরত-মিমি

মিমি চক্রবর্তী আগেই ঘোষণা করেছিলেন, যে তিনি নুসরতের এলাকায় ও নুসরত তাঁর এলাকায় প্রচারে নামবেন। ফলে যাদবপুর ও বসিরহাটে যে প্রচারে দুই অভিনেত্রীকে একসঙ্গে দেখা যাবে, তা আগেই জানা গিয়েছিল। এরপরও থেকে যাচ্ছে চমক।

অরিন্দম শীল

অরিন্দম শীল

তৃণমূলের হয়ে যে তারকা প্রচারকদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে নাম রয়েছে টলিউড সেলেব অরিন্দম শীলের। তাঁকেও দেখা যাবে এবারের ভোট প্রচারে।

কৌশিক গঙ্গোপাধ্যায়

কৌশিক গঙ্গোপাধ্যায়

কৌশিক গঙ্গোপাধ্য়ায়ও রয়েছেন এই তালিকায় । তৃণমূলের প্রচারকদের তালিকায় থাকছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ও। টলিউডের একাধিক নামী সেলেবের মধ্যে তিনিও অন্যতম প্রচারক হিসাবে উঠে আসতে চলেছেন।

ইন্দ্রাণী হালদার

ইন্দ্রাণী হালদার

অভিনেত্রী ইন্দ্রাণী হালদারের নাম শোনা গিয়েছিল তৃণমূলের প্রার্থী তালিকায়। তবে এবার তিনি তৃণমূলের তরফে প্রচার অভিযানে নামবেন বলে খবর। তেমনটাই উঠে আসছে তারকা প্রচারকদের তালিকা থেকে।

[আরও পড়ুন: দোলে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতি কোবিন্দ ও প্রধানমন্ত্রী মোদীর ][আরও পড়ুন: দোলে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতি কোবিন্দ ও প্রধানমন্ত্রী মোদীর ]

শতাব্দী রায়

শতাব্দী রায়

বীরভূমে শতাব্দী রায় নিজেই প্রার্থী। তাঁর কেন্দ্রে ভোট প্রচারে তিনি নিজেই যেমন বড় চমক। তবে তিনিও এবার ভোটের প্রচারে অন্যান্য প্রার্থীদের কেন্দ্রে যেতে পারেন বলে খবর।

[আরও পড়ুন: বিপাকে বাবুল! এবার পুলিশের দ্বারস্থ ২ সিভিক ভলেন্টিয়ার][আরও পড়ুন: বিপাকে বাবুল! এবার পুলিশের দ্বারস্থ ২ সিভিক ভলেন্টিয়ার]

English summary
List of the star campaigner of Tmc in loksabha Election 2019 .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X