For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এগিয়ে বাংলা, দেখে নিন জয়েন্টের মেধা তালিকায় প্রথম দশে স্থান পেলেন কারা

জয়েন্ট এন্ট্রান্স ইঞ্জিনিয়ারিংয়ের মেধা তালিকাতেও অন্য রাজ্যকে টেক্কা দিল বাংলা। অন্য রাজ্যের তুলনায় প্রথম দশজনের মেধা তালিকায় পশ্চিমবঙ্গের পড়ুয়ার সংখ্যাই বেশি।

Google Oneindia Bengali News

জয়েন্ট এন্ট্রান্স ইঞ্জিনিয়ারিংয়ের মেধা তালিকাতেও অন্য রাজ্যকে টেক্কা দিল বাংলা। অন্য রাজ্যের তুলনায় প্রথম দশজনের মেধা তালিকায় পশ্চিমবঙ্গের পড়ুয়ার সংখ্যাই বেশি। ইঞ্জিনিয়ারিংয়ে জয়েন্ট এন্ট্রান্সে প্রথম স্থান অধিকার করেছেন কলকাতা সাউথ পয়েন্টের অভিনন্দন বসু। মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন আয়ুষি বিদ্যান্ত। মেধা তালিকায় তাঁর স্থান দশ নম্বরে।

এগিয়ে বাংলা, দেখে নিন জয়েন্টের মেধা তালিকায় প্রথম দশে স্থান পেলেন কারা

জয়েন্টে এক থেকে দশের মধ্যে রয়েছেন যথাক্রমে সাউথ পয়েন্টের অভিনন্দন বসু, হরিয়ানা বিদ্যামন্দিরের দীদীপ্য রায়, ডিপিএস রুবি পার্কের অর্চিস্মান সাহা, সেন্ট টমাসের শুভম আগরওয়াল, এপিজে স্কুলের দেবজ্যোতি কর, শ্রী শ্রী অ্যাকাডেমির নমন বিয়ানি, দুর্গাপুরের হেমশিলা মডেল স্কুলের ঋত্বিক গঙ্গোপাধ্যায়, অ্যাডামাস স্কুলের রণজয় মিদ্যা, সেন্ট জেভিয়ার্স রাঁচির অভিষেক শ্রীবাস্তব এবং বিশাখাপত্তনমের ফিটজির ছাত্রী আয়ুষি বিদ্যান্ত।

[আরও পড়ুন:জয়েন্ট এন্ট্রান্সে প্রথম সাউথ পয়েন্টের অভিনন্দন, ৬৪ শতাংশ সাফল্য রাজ্য বোর্ডের ][আরও পড়ুন:জয়েন্ট এন্ট্রান্সে প্রথম সাউথ পয়েন্টের অভিনন্দন, ৬৪ শতাংশ সাফল্য রাজ্য বোর্ডের ]

এবছর কৃতকার্য হয়েছে ১ লক্ষ ৫ হাজার ৮১ জন। সবথেকে বেশি পশ্চিমবঙ্গ বোর্ড থেকে সফল হয়েছে ৬৪ শতাংশ পড়ুয়া। তার মধ্যে উচ্চমাধ্যমিক সংসদ থেকে সফল হয়েছেন ৪৭ শতাংশ। সিবিএসই-র সাফল্য ২৮ শতাংশ। বিহার বোর্ডের সাফল্য ১৩ শতাংশ। আইসিএসই বোর্ডের সাফল্য ৫ শতাংশ। অন্যান্য বোর্ড ৭ শতাংশ। জয়েন্টের পাশের হার এবার ৪.৫ শতাংশ বেড়েছে।

ফার্মাসিতে ১ লক্ষ ৪ হাজার জন সফল হয়েছেন। গতবারের তুলনায় ৪.৪ শতাংশ বেড়েছে সাফল্যের হার। পরের বছর জয়েন্টের সম্ভাব্য তারিখ ২১ এপ্রিল। বিকেল চারটে থেকে ওয়েবসাইটগুলিতে ফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা। এবার র‍্যাঙ্ক-কার্ড ডাউনলোড করা যাবে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওয়েবসাইটটি হল www.wbjeeb.nic.in। এছাড়া পরীক্ষার্থীরা নিজেদের র‍্যাঙ্ক দেখতে পাবেন বোর্ডের ওয়েবসাইট www.wbjeeb.in-এও।

English summary
Who are placed in merit list of Joint Entrance engineering examination result. Abhinandan Basu of South Point School stands first position in Joint Entrance examination,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X