For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুক্রবার শহরের সব রাস্তা মিশবে ধর্মতলায়, কোন রাস্তা এড়িয়ে যাবেন, জেনে নিন

প্রতিবারের মতো শহিদ দিবসের সভাস্থল হল ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনের রাস্তা। সেখানেই বেলা ১২টা নাগাদ সভা করবে তৃণমূল কংগ্রেস।

  • |
Google Oneindia Bengali News

প্রতিবারের মতো শহিদ দিবসের সভাস্থল হল ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনের রাস্তা। সেখানেই বেলা ১২টা নাগাদ সভা করবে তৃণমূল কংগ্রেস। তবে শুক্রবার সকাল ৮টা থেকেই ধর্মতলা এলাকায় জমায়েত শুরু হয়ে যাওয়ার কথা।

শহিদ দিবসে কোন রাস্তা শুক্রবার এড়িয়ে যাবেন, জেনে নিন একনজরে

কর্মী সমর্থক ও শুভানুধ্যায়ীদের সভা স্থল পর্যন্ত নিয়ে আসতে বড় মিছিলগুলি শুরু হবে শিয়ালদহ স্টেশন, হাওড়া স্টেশন, শ্যামবাজার, হেস্টিংস, হাজরা মোড়, হেদুয়া, গিরিশ পার্ক, মিলন মেলা, কসবার গীতাঞ্জলি স্টেডিয়াম, বিড়লা তারামণ্ডল।

এছাড়াও মিছিল যাবে ট্যাংরা, গার্ডেনরিচ, রবীন্দ্র সরণি, নারকেলডাঙ্গা, খিদিরপুর, ফুলবাগান, বেহালা থেকে। পাশাপাশি চিত্তরঞ্জন অ্যাভিনিউ, বিধান সরণি, কলেজ স্ট্রিট, গণেশচন্দ্র অ্যাভিনিউ, এজেসি বোস রোড, নির্মলচন্দ্র স্ট্রিট, এসএন ব্যানার্জি রোড, স্ট্র্যান্ড রোড, ইএম বাইপাস, আশুতোষ মুখার্জী রোড, বেলেঘাটা মেন রোড, রবীন্দ্র সরণি, খিদিরপুর মেইন রোড, কিংস ওয়ে, আউটরাম রোড ও শ্যামাপ্রসাদ মুখার্জি রোড হয়ে।

শুক্রবার শহরের সব রাস্তা মিশবে ধর্মতলায়

ধর্মতলা চত্বরে সভা উপলক্ষ্যে আসা কর্মী-সমর্থকদের গাড়ি জমা রাখা হবে ময়দান, হেস্টিংস, বিবি গাঙ্গুলি স্ট্রিট, স্ট্র্যান্ড রোড, মেয়ো রোড, কিড স্ট্রিট, সিআইটি রোড, মৌলালি, মল্লিকবাজার, জওহরলাল নেহরু রোড, আশুতোষ মুখার্জি রোডে। এছাড়া ভিআইপিদের গাড়ি রাখার জন্য ব্যবস্থা করা হয়েছে পার্কোম্যাট ও বিধানসভা চত্বরে।

শহিদ দিবসে কোন রাস্তা শুক্রবার এড়িয়ে যাবেন, জেনে নিন ট্রাফিকের হালচাল

কলকাতা ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত শুধু ধর্মতলা চত্বরে নয়, কলকাতা শহরে কোনও পণ্যবাহী গাড়ি চলবে না। ট্রাম চলাচলও নির্দিষ্ট এলাকায় বন্ধ থাকবে। মিছিল যে সমস্ত রাস্তা দিয়ে যাবে সেটার বদলে বিকল্প রাস্তা দিয়ে যান চলাচল করবে।

শহিদ দিবস উপলক্ষে কলকাতা পুলিশ প্রতিবারের মতোই এবারও অত্যন্ত তৎপর। শহরের মোট ২০টির বেশি গুরুত্বপূর্ণ মোড় ও চল্লিশটির বেশি রাস্তায় শুক্রবার পুলিশ পিকেট থাকবে। এছাড়া মোট ১৪টি জায়গায় অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা রাখা হবে বলে জানা গিয়েছে।

English summary
What will be the traffic situation in Kolkata on July 21st, the Martyrs Day celebrated by TMC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X