For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সৌরভ ভালো আছে এতে আমি সবচেয়ে খুশি বললেন মুখ্যমন্ত্রী, মহারাজের জন্য আরোগ্য কামনা মমতার

সৌরভ ভালো আছে এতে আমি সবচেয়ে খুশি বললেন মুখ্যমন্ত্রী, মহারাজের জন্য আরোগ্য কামনা মমতার

  • |
Google Oneindia Bengali News

অ্যাপোলোতে আজ দুটি স্টেন্ট বসানোর পর স্থিতিশীল রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এর আগে উডল্যান্ডসে সৌরভের হৃদযন্ত্রের ডানদিকে ৯৫ শতাংশ ব্লকেজ হয়ে যাওয়া ধমনীতে প্রথম স্টেন্ট বসানো হয়েছিল। পরবর্তী সময় আজ ৭৫ শতাংশ ব্লকেজ হয়ে যাওয়া বাকি দুই ধমনীতে স্টেন্ট বসানো হল। এদিন দুপুরে সৌরভের হৃদপিণ্ডে দুটি স্টেন্ট স্থাপন করা হয়। বিকেলে সৌরভকে দেখতে অ্যাপোলেতে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সৌরভ ভালো আছে এতে আমি সবচেয়ে খুশি বললেন মুখ্যমন্ত্রী, মহারাজের জন্য আরোগ্য কামনা মমতার

হাসপাতাল থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 'সৌরভকে দেখলাম। সৌরভ ভালো আছে এতে আমি সবচেয়ে খুশি। দুটো স্টেন্ট বসল, অস্ত্রোপচার হওয়ার পর বেডে দেওয়া হয়েছে। ডাক্তারদের অনেক অভিনন্দন জানাই। এখন বিশ্রাম নিচ্ছে। আমার সঙ্গে কথা হয়েছে। ওর দ্রুত আরোগ্য কামনা করি। ডাক্তারদের অনেক ধন্যবাদ '

এদিন মহারাজের পরিবারের সঙ্গেও মুখ্যমন্ত্রী কিছুটা সময় কাটান। এর আগে উডল্যান্ডসে ভর্তি হওয়ার সময়ও সৌরভ কেমন রয়েছেন, জানতে হাসপাতালে ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এদিন দলীর কাজের পর মুখ্যমন্ত্রীকে অ্যাপালোতে অসুস্থ সৌরভের খোঁজ নিতে ছুটে যেতে দেখা যায়। প্রসঙ্গত বুধবার অসুস্থবোধ করায় সৌরভ হাসপাতালে ডাক্তারদের পরামর্শ নিতে ছুটে আসেন। এরপর ডাক্তারদের পর্যবেক্ষণে অ্যাপোলোতে ভর্তি হন মহারাজ। মঙ্গলবার ভালো ভাবে ঘুম না হওয়ায় ও বুধবার সকাল থেকে অস্বস্তিবোধ করাতেই মহারাজ ডাক্তার দেখাতে ছুটে আসেন। এর আগে ২ জানুয়ারি সৌরভ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলে, তাঁর হৃদযন্ত্রে তিনটি ধমনীতে ব্লকেজ ধরা পরে।

আজ ২ টি স্টেন্ট বসল সৌরভের, মহারাজকে দেখতে অ্যাপোলোতে মুখ্যমন্ত্রী মমতাআজ ২ টি স্টেন্ট বসল সৌরভের, মহারাজকে দেখতে অ্যাপোলোতে মুখ্যমন্ত্রী মমতা

English summary
What mamata banerjee said after visiting for Sourav Ganguly in hospital
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X