নবনীতার প্রয়াণে কী বললেন তাঁর প্রাক্তন স্বামী অমর্ত্য সেন
সাহিত্যিক নবনীতা দেবসেনের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তবে শুধু বিশিষ্টজন হিসেবেই নয়, তাঁর আরও একটি বিশেষ সম্পর্ক রয়েছে নবনীতা দেবসেনের সঙ্গে। নবনীতা অমর্ত্য সেনের প্রথম স্ত্রী। ১৯৬০ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। ১৬ বছরের বিবাহিত জীবনে ইতি টানেন ১৯৭৬ সালে। তাদের দুই কন্যা অন্তরা ও নন্দনা সেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতীয় সময় সন্ধ্যায় যখন নবনীতা দেব সেন প্রয়াত হন তখনই সুদূর আমেরিকায় খবর যায় অমর্ত্য সেনের কাছে। সে সময় তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছিলেন। খবরটা শুনে মুষড়ে পড়েন তিনি।
দীর্ঘদিন ধরেই নবনীতা দেবসেন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। ক্যানসার ছিল তাঁর। তবে রোগকে জয় করে হাসিমুখে সময় কাটিয়েছেন তিনি। তবে শেষ অবধি তাঁর শরীরে ক্যানসার ছড়িয়ে পড়ে। তা থেকে বেরোতে পারেননি তিনি। বৃহস্পতিবার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বিখ্যাত সাহিত্যিক।