For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পেট্রোপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে কলকাতা-সহ রাজ্য জুড়ে বাম ও কংগ্রেসের বিক্ষোভ

জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে বৃহস্পতিবার কলকাতা-সহ গোটা রাজ্যে বাম ও কংগ্রেসের শ্রমিক সংগঠন বিক্ষোভ প্রদর্শন করলো।

Google Oneindia Bengali News

দেশে গত এক পক্ষকালেরও বেশি সময় ধরে বেড়েছে জ্বালানি তেলের দাম। এনিয়ে বৃহস্পতিবার কলকাতা-সহ গোটা রাজ্যে বাম ও কংগ্রেসের শ্রমিক সংগঠন বিক্ষোভ প্রদর্শন করে। কলকাতা শহরে মৌলালি, কাঁকুড়গাছি, যাদবপুর হাজরা মোড়, বেহালা-সহ শহরের বিভিন্ন এলাকায় মানব বন্ধন, প্রতীকি রাস্তা অবরোধে প্রতিবাদ জানিয়েছেন বাম ও কং নেতা-কর্মীরা।

সারা দেশ জুড়ে গত এক পক্ষকালেরও বেশি সময় ধরে বেড়েছে জ্বালানি তেলের দাম। এনিয়ে আজ কলকাতা-সহ গোটা রাজ্যে বাম ও কংগ্রেসের শ্রমিক সংগঠন বিক্ষোভ প্রদর্শন করে। কলকাতা শহরে মৌলালি, কাঁকুড়গাছি, যাদবপুর হাজরা মোড়, বেহালা-সহ শহরের বিভিন্ন এলাকায় মানব বন্ধন, প্রতীকি রাস্তা অবরোধে প্রতিবাদ জানিয়েছেন বাম ও কং নেতা-কর্মীরা।

মৌলালিতে বিক্ষোভে অংশ নিতে দেখা যায় বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, হাফিজ আহমেদ সৈয়রানি, ক্ষিতি গোস্বামী, তন্ময় ভট্টাচার্য প্রমুখ বাম নেতাদের। ছিলেন কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসির স্থানীয় নেতা-কর্মীরাও। কাঁকুড়গাছির মোড়েও এদিন পেট্রোপন্যের দাম বৃদ্ধির প্রতিবাদ জানান বাম শ্রমিক সংগঠনের সদস্যরা। কাঁকুড়গাছিতে তাদের মানব বন্ধন করতে দেখা গিয়েছে। ১০ মিনিটের জন্য প্রতীকি রাস্তা অবরোধও হয়। একই দৃশ্য দেখা গিয়েছে হাজরা মোড়েও। সেখানেও আজ সিটু-আইএনটিইউসির মানব বন্ধন কর্মসূচি ছিল। বেহালাতেও পূর্বনির্ধারিত কর্মসূচিতে অংশ নেন বহু বাম ও কংগ্রেস সমর্থক। হাতে পতাকা, ব্যানার, পোস্টার নিয়ে বেশ কিছুক্ষণ পথ আটকে তাঁরা স্লোগান দেন। পেট্রোল-ডিজেলের লাগামহীন মূল্যবৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকারের জবাবদিহি চাওয়া হয়। প্রতীকি পথ অবরোধ হয় যাদবপুর এইটবি বাসস্ট্যান্ডেও।

এর আগে টুইটারে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদ করলেও নীরবই ছিলেন রাজ্যের বাম ও কংগ্রেস নেতারা। প্রশ্ন উঠছিল ব্যালট বাক্সের সঙ্গে সঙ্গে কি রাস্তার লড়াই থেকেও হারিয়ে গেলেন তাঁরা? এদিন অবশ্য তাঁদের প্রতিবাদ কর্মসূচিতে বিভিন্ন এলাকায় ভালই জমায়েত হয়েছে। গত কালই বামশাসিত রাজ্য কেরল পেট্রোপন্যের ওপর রাজ্যের আরোপিত কর কমানোর কথা ঘোষণা করেছে। এদিকে বৃহস্পতিবারই আবার ইন্ডিয়ান অয়েল তাদের ওয়েবসাইটে জানিয়েছে, সারা দেশে পেট্রোলের দাম কমালো ৭ পয়সা, ডিজেল ৫ পয়সা।

ইন্ডিয়ান অয়েলের এয়েবসাইট অনুযায়ী বৃহস্পতিবার সকাল ৬টা থেকে নতুন মূল্য কার্যকর হয়েছে। দিল্লি, মুম্বই ও চেন্নাইয়ের পাশাপাশি দাম কমেছে কলকাতাতেও। এদিন সকাল থেকে দিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাইয়ে লিটার প্রতি পেট্রোলের দাম হয়েছে যথাক্রমে ৭৮.৩৫ টাকা, ৮০.৯৮ টাকা, ৮৬.১৬ টাকা এবং ৮১.৩৫ টাকা। আর প্রতি লিটার ডিজেলের দাম দিল্লিতে ৬৯.২৫ টাকা, কলকাতায় ৭১.৮ টাকা, মুম্বইতে ৭৩.৭৩ টাকা এবং চেন্নাইতে ৭৩.১২ টাকা।

দুদিন ধরে সামান্য দাম কমলেও গত একমাসে সমানে ঊর্ধমুখী থেকেছে পেট্রোল-ডিজেলের দাম। গত একমাসে লিটার প্রতি পেট্রোলের দাম বেড়েছে দিল্লিতে ৩.৭২ টাকা, কলকাতায় ৩.৬৬ টাকা, মুম্বইতে ৩.৬৮ টাকা এবং চেন্নাইতে ৩.৯২ টাকা। ওই একই সময়ে এই চার শহরে প্রতি লিটারে ডিজেলের দাম বেড়েছে যথাক্রমে ৩.৩২ টাকা, ৩.১৭ ৃটাকা, ৩.৫৩ টাকা ও ৩.৫৬ টাকা।

দাম বৃদ্ধির জন্য আন্তর্জাতিক তেল বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধিকে দায়ী করে হয়েছে। বস্তুত প্রয়োজনের ৮০ শতাংশ জ্বালানি তেলই ভারতকে আমদানি করতে হয়। আমদানী খাতে এই তেল কিনতেই সবচেয়ে বেশি খরচ হয় দেশের। এর সঙ্গে যুক্ত হয়েছে ভারতীয় টাকার দাম পড়ে যাওয়া। এই বছর এখনও পর্যন্ত ডলারের নিরিখে টাকার দাম পড়েছে ৬ শতাংশ।

English summary
In West Bengal, the Left and the Congress workers' organization demonstrate against the hike in fuel prices on Thursday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X