For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিল্পবান্ধব পরিবেশ সৃষ্টিতে মোদীর ভারত ১০০-য়, মমতার বাংলা ১ নম্বরে

সারা ভারতে শিল্পের উপযুক্ত পরিবেশ সৃষ্টিতে সহায়ক রাজ্যগুলির তালিকায় শিল্পবান্ধব বড় রাজ্যগুলিকে পিছনে ফেলে এক নম্বরে উঠে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা।

  • |
Google Oneindia Bengali News

শিল্পের উপযুক্ত পরিবেশ তৈরিতে কিছুদিন আগেই বিশ্বে প্রথম একশোয় উঠে এসেছে নরেন্দ্র মোদীর ভারত। আগের বছরে এই তালিকায় ভারত ছিল ১৩০ নম্বরে। এক বছরের মধ্যে ৩০ ধাপ উপরে উঠে আসে।

শিল্পবান্ধব পরিবেশ সৃষ্টিতে মোদীর ভারত ১০০-য়, মমতার বাংলা ১ নম্বরে

[আরও পড়ুন:চিটফান্ডের টাকা লাগিয়ে বিজেপি ভাঙার চেষ্টা তৃণমূলের! গুরুতর অভিযোগ মুকুলের ][আরও পড়ুন:চিটফান্ডের টাকা লাগিয়ে বিজেপি ভাঙার চেষ্টা তৃণমূলের! গুরুতর অভিযোগ মুকুলের ]

তা নিয়ে মোদী সরকারের প্রচারের শেষ ছিল না। বিনিয়োগে ভারতকে অগ্রণী করতে মোদী সরকার সচেষ্ট বলে প্রচার হয়েছিল বিস্তর। বিশ্বের তাবড় সংস্থাগুলিও ভারতের অগ্রগতিতে সন্তুষ্টি প্রকাশ করেছিল।

এবার সারা ভারতে শিল্পের উপযুক্ত পরিবেশ সৃষ্টিতে সহায়ক রাজ্যগুলির তালিকা প্রকাশ করল কেন্দ্র। সেই তালিকায় শিল্পবান্ধব বড় রাজ্যগুলিকে পিছনে ফেলে এক নম্বরে উঠে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা।

কেন্দ্রের রিপোর্ট বলছে, শিল্প গড়ার সুবিধা প্রদানে পশ্চিমবঙ্গ সারা দেশে এক নম্বরে রয়েছে। তথাকথিত শিল্পবান্ধব বলে পরিচিত রাজ্যগুলির জায়গায় পশ্চিমবঙ্গের নাম কিন্তু অবশ্যই চমকে দেওয়ার মতো।

কেন্দ্রের ইন্ডাস্ট্রিয়াল পলিসি অ্যান্ড প্রোমোশন দফতরের সাম্প্রতিক ঘোষণায় এই তথ্য সামনে এসেছে। ছত্তিশগড় (৯৯.৪৬ শতাংশ), মধ্যপ্রদেশ (৯৯.৪৬ শতাংশ), হরিয়ানা (৯৯.৪৬ শতাংশ) ও রাজস্থান (৯৯.১৯ শতাংশ)-কে পিছনে ফেলে পশ্চিমবঙ্গ সবচেয়ে উপরে স্থান পেয়েছে ৯৯.৭৩ শতাংশ নম্বর পেয়ে।

এর আগে ১০০ দিনের কাজ ও স্বল্প সঞ্চয়ের ক্ষেত্রেও পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় রিপোর্টে এক নম্বরে স্থান পেয়েছে। এবার সেই তালিকায় যোগ হল শিল্পবান্ধব পরিবেশ তৈরির চেষ্টার মেডেলও।

English summary
CM Mamata beats PM Modi, Bengal tops in Ease of Doing Business among Indian states
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X