For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০ লক্ষের বিমা দেবে মমতার সরকার! ভোটের বাজারে কার জন্য কী পরিষেবা, একনজরে

ভোটকর্মীদের নিরাপত্তা নিয়েই এখন যত বিতর্ক। এই পরিস্থিতিতেই রাজ্য সরকার ভোটকর্মীদের জন্য পরিষেবার ডালি সাজিয়ে দিল। এবার ভোটকর্মীরা জন্য থাকছে সর্বোচ্চ ২০ লক্ষের বিমা।

Google Oneindia Bengali News

এখনও আইনি জট থাকলেও পঞ্চায়েত ভোট কড়া নাড়ছে দরজায়। ভোটকর্মীদের নিরাপত্তা নিয়েই এখন যত বিতর্ক। এই বিতর্কের সমাধান হলেই ১৪ মে রাজ্যে পঞ্চায়েত ভোট। এই পরিস্থিতিতেই রাজ্য সরকার ভোটকর্মীদের জন্য পরিষেবার ডালি সাজিয়ে দিল। এবার ভোটকর্মীরা জন্য থাকছে সর্বোচ্চ ২০ লক্ষের বিমা।

২০ লক্ষের বিমা দেবে মমতার সরকার! ভোটের বাজারে কার জন্য কী পরিষেবা, একনজরে

[আরও পড়ুন: সিপিএমের চমক মহেশতলায়, বিরোধীদের তাক লাগিয়ে নতুন প্রার্থীতে লড়াইয়ের ময়দানে ][আরও পড়ুন: সিপিএমের চমক মহেশতলায়, বিরোধীদের তাক লাগিয়ে নতুন প্রার্থীতে লড়াইয়ের ময়দানে ]

ভোটের কাজে গিয়ে দুর্ঘটনাবশতঃ কারও প্রাণহানি ঘটলে তাঁর পরিবার ২০ লক্ষের বিমার সুবিধা পাবেন। যদি কোনও ব্যক্তি গুরুতর আহত হল, সেক্ষেত্রে মিলবে ১০ লক্ষের বিমা আর কম আহত হলে পাঁচ লক্ষের বিমা। মঙ্গলবার এক বিজ্ঞপ্তি জারি করে এই পরিষেবা প্রদানের কথা জানিয়ে দিয়েছে রাজ্য।

শুধু এখানেই শেষ নয় রাজ্যের পরিষেবা প্রদান। এবার সাড়ে তিন লক্ষ ভোটকর্মী রাজ্যে নিযুক্ত হচ্ছেন পঞ্চায়েত ভোটের জন্য। তাঁদের সকলেরই ভাতা বৃদ্ধি হয়েছে। প্রিসাইডিং অফিসারদের ভাতা বাড়ছে ৫০০ টাকা আর পোলিং অফিসারদের ভাতা বাড়ানো হচ্ছে ৪০০ টাকা।

এর ফলে প্রিসাইডিং অফিসারদের ভাতা বেড়ে হবে ১২৫০ টাকা থেকে ১৭৫০ টাকা। আর পোলিং অফিসারদের ভাতা হবে ৯০০ থেকে বেড়ে ১৩০০ টাকা। বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, এর আগে ভোটকর্মীদের জন্য এত টাকা বিমার সুবিধা কোনও সরকার দেয়নি। সেইসঙ্গে রাজ্যের তরফে জানিয়ে দেওয়া হয় ভোটকর্মীদের নিরাপত্তা দিতে সমস্তরকম ব্যবস্থা থাকবে। যাতে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটে, তার সুবন্দোবস্ত করাই আশু কর্তব্য বলে মনে করছে রাজ্য সরকার।

[আরও পড়ুন:এই কারনে বিজেপি নেতাদের রামের সঙ্গে তুলনা করলেন উত্তরপ্রদেশের মন্ত্রী ][আরও পড়ুন:এই কারনে বিজেপি নেতাদের রামের সঙ্গে তুলনা করলেন উত্তরপ্রদেশের মন্ত্রী ]

English summary
West Bengal State government has increased the allowance for vote workers in Panchayat Election. State will give insurance of 20 lakhs also
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X