For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাহুলের নেতৃত্ব মেনেছেন সাধারণ মানুষ ! মোদী মুক্ত ভারতের ডাক প্রদেশ কংগ্রেসের

নির্বাচনের এই ফলাফল প্রত্যাশিতই ছিল। এমনটাই মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। গণতন্ত্র প্রিয় মানুষ রাহুল গান্ধীর নেতৃত্বে এগিয়ে আসবেন জানাই ছিল।

  • |
Google Oneindia Bengali News

নির্বাচনের এই ফলাফল প্রত্যাশিতই ছিল। এমনটাই মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। গণতন্ত্র প্রিয় মানুষ রাহুল গান্ধীর নেতৃত্বে এগিয়ে আসবেন জানাই ছিল। আর জানা ছিল বলেই ১২ ডিসেম্বর রানি রাসমনি রোডে কংগ্রেসের জমায়েতের ডাক দেওয়া হয়েছে। সেখানেই বিজয় উৎসব পালন করা হবে বলে জানিয়েছেন সোমেন মিত্র। এদিন কংগ্রেসের জয় নিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা।

রাহুলের নেতৃত্ব মেনেছেন সাধারণ মানুষ ! মোদী মুক্ত ভারতের ডাক প্রদেশ কংগ্রেসের

৫ রাজ্যে ভোটের ফল নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন, রাজ্যের বিরোধী দলনেতা তথা কংগ্রেস বিধায়ক আব্দুর মান্নান। তিনি বলেন, এই ফল প্রমাণ করল, ভারতবর্ষ বিজেপি মুক্ত বিশেষ করে নরেন্দ্র মোদী মুক্ত হতে যাচ্ছে।
প্রধানমন্ত্রীর অহংকার, দম্ভ নিয়ে কটাক্ষ করেন তিনি। মানুষের সঙ্গে মোদী প্রতারণা করেছেন বলেও অভিযোগ করেন তিনি। এই রায় প্রধানমন্ত্রীকে জবাব বলেও মন্তব্য করেন তিনি।

আব্দুল মান্নান বলেন মোদী ভারতকে কংগ্রেস মুক্ত করতে চেয়েছিলেন। যার মাধ্যমে নরেন্দ্র মোদী স্বাধীনতার ইতিহাসকে ম্লান করতে চেয়েছিলেন বলেও অভিযোগ করেন আব্দুল মান্নান। প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি রূপায়নেরও ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি।

দীর্ঘদিন পর এদিন বিধানভবনে দেখা যায় উচ্ছ্বাস ও উন্মাদনার ছবি। প্রদেশ কংগ্রেসের সদর কার্যালয়ের সামনে বাজি পুড়িয়ে উচ্ছ্বাসে মাতেন কর্মী-সমর্থকরা। আবির খেলাও হয়।

English summary
West Bengal State Congress criticises PM Narendra Modi over BJP's defeat in Assembly Elections
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X