For Quick Alerts
For Daily Alerts
বিধানসভা ভোটের ফলপ্রকাশের আগেই মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ
কলকাতা, ২৮ এপ্রিল : বিধানসভা ভোটের ফলাফল জানার আগেই এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ হতে চলেছে। আগামী ১৯ মে রাজ্য বিধানসভা ভোটের ফলাফল প্রকাশ হবে। জানা গিয়েছে, তার আগে আগামী ১০ মে মাধ্যমিক ও ১৬ মে উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ করবে পর্ষদ।
এরাজ্যে শেষ দফার নির্বাচন রয়েছে আগামী ৫ মে। এবং ফলপ্রকাশ করা হবে ১৯ মে। ততোদিন অপেক্ষা না করে মাঝের সময়টিকে বেছে নেওয়া হয়েছে ফলপ্রকাশের জন্য।

প্রসঙ্গত এবছর মাধ্যমিক পরীক্ষা হয়েছিল ১ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। অন্যদিকে ১৫ ফেব্রুয়ারি শুরু হয়ে উচ্চ মাধ্যমিক চলেছে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত।