
৪৫ লক্ষের প্রতারণা মামলা, সিবিআই আধিকারিকের বিরুদ্ধে কাউন্টার অ্যাটাক পুলিশের
সিবিআই আক্রমণ শুরু করেছিল। এবার সরাসরি কাউন্টার অ্যাটাকে নামল কলকাতা পুলিশ। সিবিআই জয়েন্ট ডিরেক্টর পঙ্কজ শ্রীবাস্তবকে পাল্টা নোটিশ পাঠাল সিবিআই। ভবানিপুর থানা সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টরকে ৪৫ লক্ষ টাকা প্রতারণা মামলায় নোটিশ পাঠিয়েছে। এই নোটিশ পাওয়ার কথা স্বীকারও করে নিয়েছেন সিবিআই জয়েন্ট ডিরেক্টর।

এদিনই সুপ্রিমে কোর্টে কলকাতার নগরপালের বিরুদ্ধে মামলা দায়ের করেছে সিবিআই। সেই মামলায় মঙ্গলবার ফের শুনানি হবে। তার মধ্যেই সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টরকে ৪৫ লক্ষ টাকা প্রতারণা মামলায় নোটিশ পাঠানো হয়েছে। এই পরিস্থিতিতে সিবিআই বনাম কলকাতা পুলিশের লড়াই অন্য মাত্রা পেতে শুরু করেছে।
[আরও পড়ুন:রাজপথেই হল ক্যাবিনেট বৈঠক, মুখ্যমন্ত্রীর ধর্না-মঞ্চে নবান্ন তুলে এনে বেনজির ঘটনা]
এই নোটিশ প্রাপ্তির কথা স্বীকার করে সিবিআই জয়েন্ট ডিরেক্টর পঙ্কজ শ্রীবাস্তব জানান, নোটিশ পেয়েছি। আইনি পরামর্শ মেনেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তিনি ইতিমধ্যেই রবিবার রাতে কলকাতা পুলিশের হাতে হেনস্থার ভিডিও পাঠিয়েছেন দিল্লিতে সিবিআই দফতরে।
রবিবার কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে অভিযান চালাতে গিয়ে চরম হেনস্থার মুখে পড়েন ডিএসপি তথাগত বর্ধন-সহ সিবিআইয়ের বিশাল টিম। অভিযোগ, তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। কলকাতা পুলিশ জোর করে তাঁদের আটকে রাখে। কোনওরকম সহয়োগিতা করেনি। উল্টে টেনে-হিঁচড়ে গাড়িতে তুলে শেক্সপিয়ার থানায় নিয়ে যায়।
[আরও পড়ুন: সিবিআই ইস্যুতে উত্তাল সংসদ, একযোগে আক্রমণ বিরোধীদের, পাল্টা দিল বিজেপিও ]