For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দফায় দফায় গাড়িতে তল্লাশি! বিস্ফোরক মুকুল রায়

দফায় দফায় বিজেপি নেতা মুকুল রায়ের গাড়িতে তল্লাশি। প্রথমে কলকাতা বিমানবন্দর থেকে বেরনোর পরেই তল্লাশি হয়। এরপর কৈখালি মোড়ে গাড়ি থামিয়ে পের একবার তল্লাশি চলে বলে জানা গিয়েছে।

Google Oneindia Bengali News

দফায় দফায় বিজেপি নেতা মুকুল রায়ের গাড়িতে তল্লাশি। প্রথমে কলকাতা বিমানবন্দর থেকে বেরনোর পরেই তল্লাশি হয়। এরপর কৈখালি মোড়ে গাড়ি থামিয়ে ফের একবার তল্লাশি চলে বলে জানা গিয়েছে। রাজনৈতিক উদ্দেশেই তল্লাশি, অভিযোগ করেছেন মুকুল রায়।

 দফায় দফায় গাড়িতে তল্লাশি! বিস্ফোরক মুকুল রায়

দিল্লির ভোটার মুকুল রায়। এদিন ভোট দিয়ে দিল্লি থেকে ফিরছিলেন। গাড়ি কলকাতা বিমানবন্দরের বাইরে বেরোতেই তা থামিয়ে তল্লাশি চালায় পশ্চিমবঙ্গ পুলিশের একটি দল। গাড়িতে এই সময় কিছু পাওয়া যায়নি। এরপর গাড়ি এগোতে থাকে শহরের দিকে। বিমানবন্দরের কাছেই কৈখালি মোড়ে ফের একবার মুকুল রায়ের গাড়ি থামানো হয়। ফের চলে তল্লাশি।

রাজ্য পুলিশ সূত্রে খবর, এই তল্লাশি চলে রুটিন মাফিক।
যদিও বিজেপি নেতা মুকুল রায়ের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশেই এই তল্লাশি চালানো হয়েছে। তাঁর আরও অভিযোগ, তিনি বিমানবন্দর থেকে বেরনোর আগেই রাজ্যের একমন্ত্রী টাকা নিয়ে গাড়িতে উঠেছেন। যদিও তাঁর গাড়িতে কোনও তল্লাশি হয়নি।

সূত্রের খবর অনুযায়ী তল্লাশি চালানোর পর কিছু না পাওয়ার পর মুকুল রায় পুলিশ আধিকারিকের কাছে দাবি করেন, লিখে দিন কিছু পাওয়া যায়নি। এনিয়ে কিছুক্ষণ বচসা হস তাঁদের মধ্যে। গাড়িতে তল্লাশির সময় এক ব্যক্তিকে ছবি তুলতে দেখা যায়। সূত্রের খবর অনুযায়ী, বিজেপি কর্মীরা চেপে ধরতেই জানা যায় তিনি নাকি সিভিক পুলিশের কর্মী। একজন সিভিক পুলিশের কর্মীর ছবি তোলার কী দরকার পড়ল, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

English summary
West Bengal Police searches Mukul Roy's car in two places including Airport
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X