For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরোধী শিবিরে ধাক্কা, পঞ্চায়েত মামলায় রাজ্য সরকারের পক্ষে রায় সুপ্রিম কোর্টের

বিজেপি সহ বিরোধী শিবিরের পঞ্চায়েত মামলার আবেদনে জোর ধাক্কা দিল সুপ্রিম কোর্টের রায়।

  • |
Google Oneindia Bengali News

বিজেপি সহ বিরোধী শিবিরের পঞ্চায়েত মামলার আবেদনে জোর ধাক্কা দিল সুপ্রিম কোর্টের রায়। রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের পক্ষে রায় দিয়েছে শীর্ষ আদালত। স্পষ্ট জানিয়েছে, নতুন করে কোনও ভোট করা হবে না। পাশাপাশি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোটে জয়ী প্রার্থীদের নামও ঘোষণা করা যাবে। পাশাপাশি বিরোধীদের ইলেকশন পিটিশন দাখিল করার নির্দেশও দেওয়া হয়েছে। অনলাইনে বা হোয়াটসঅ্যাপে নমিনেশন দেওয়ার যে রায় কলকাতা হাইকোর্ট দিয়েছিল তাও এদিন বিবেচনার মধ্যে রাখেনি শীর্ষ আদালত। কারণ পঞ্চায়েত আইনে এমন কোনও নিয়ম নেই বলে জানানো হয়েছে।

পঞ্চায়েত মামলায় রাজ্য সরকারের পক্ষে রায় সুপ্রিম কোর্টের

এদিনের রায়ের ফলে মোট যে ২০ হাজার আসনে ভোট হয়নি সেই ৩৪ শতাংশ আসনে জয়ী প্রার্থীদের নাম ঘোষণা করতে রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে। এখন আর নাম প্রকাশ করতে কোনও বাধা রইল না।

এদিনের রায়ের মূলত দুটি দিক রয়েছে। প্রথমত, স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে আলাদা করে কোনও নির্বাচন হচ্ছে না। বিরোধীদের অভিযোগ শুনেও তাতে বিশেষ আমল শীর্ষ আদালত দেয়নি। রাজ্য ও নির্বাচন কমিশনের পক্ষে রায়ে বলেছে, জয়ী প্রার্থীদের নাম ঘোষণা করা যাবে। এবং দ্বিতীয়ত, আদালতের নির্দেশ মেনে রাজ্য নির্বাচন কমিশন নাম নোটিফাই করলে তারপর বিক্ষুব্ধ প্রার্থীরা ইলেকশন ট্রাইবুনালে ফের অভিযোগ জানাতে পারবেন। সেখানে তাদের অভিযোগের শুনানি হবে।

English summary
West Bengal Panchayat Election 2018 : Supreme court orders no more vote
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X