For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একদিকে ধর্মঘটীরা অন্যদিকে সরকার, বনধে রাজ্য জুড়ে মিশ্র প্রভাব

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ৩০ এপ্রিল : একদিকে ধর্মঘটীরা বনধ সফল করতে পথে নেমেছেন। নানা জায়গায় মিছিল, পিকেটিং, বনধের স্বপক্ষে স্লোগান দিয়ে মানুষের মনোযোগ আকর্ষণের চেষ্টা করছেন, অন্যদিকে বনধ সংস্কৃতিকে সমূলে উৎখাত করতে তৎপরতা দেখাচ্ছে সরকার এবং একইসঙ্গে তাদের কাডারবাহিনী। ফলে সবমিলিয়ে রাজ্য জুড়ে বনধের মিশ্র প্রভাব দেখা গিয়েছে।

কলকাতার ধর্মতলা, শিয়ালদহ, যাদবপুর, বেকবাগান, কলেজস্ট্রিট, সল্টলেক, নিউটাউন, শ্যামবাজারের পাশাপাশি, আসানসোল, মালদহ ইত্যাদি জায়গা মিলিয়ে সামগ্রিকভাবে বনধের মিশ্র প্রভাবই দেখা যাচ্ছে।

একদিকে ধর্মঘটীরা অন্যদিকে সরকার, বনধে রাজ্য জুড়ে মিশ্র প্রভাব


কোথাও কোথাও সরকারি বাসের দেখা মিললেও প্রয়োজনের তুলনায় বেশ কম চলছে বেসরকারি বাস। কলেজস্ট্রিট, পানিহাটি, তারাতলা, আসানসোল সহ বেশ কয়েকটি জায়গায় ধর্মঘটে অংশগ্রহণকারীদের উপর নেমে এসেছে পুলিশের শাসন, অথবা শাসক দলের মাস্কেটবাহিনীর চোখরাঙানি। হাওড়ায় বাস ভাঙচুর ও কয়েকটি জায়গায় হামলা চালিয়ে ধর্মঘটকারীদের তুলে দেওয়ারও অভিযোগ উঠেছে।

এদিন বনধের বিরোধিতায় কলকাতা সহ রাজ্যের নানা জায়গায় মিছিল করে তৃণমূল কংগ্রেস। শতাব্দি রায় তাঁর লোকসভা এলাকা বীরভূমে বনধের বিপক্ষে মিছিল করেন। অন্যান্য নেতারাও একই পথে হাঁটার কথা বলেছেন।

পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, বসিরহাট, ক্যানিং, বালিগঞ্জ সহ বেশ কয়েকটি জায়গায় ট্রেন চলাচলে অসুবিধা হলেও সকাল ৯ টার পর আপাতত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

English summary
West Bengal observes strike, affect normal life
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X