For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গান্ধীজির সার্ধশতবর্ষ নিয়ে পরিকল্পনায় কেন্দ্রকে টেক্কা মমতার

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কেন্দ্রকে টেক্কা দিতে আসরে নেমেছে। গান্ধীজির জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষ্যে রাজ্য সরকার বিশেষ কমিটি গড়েছে।

  • |
Google Oneindia Bengali News

মহাত্মা গান্ধীর জন্ম সার্ধশতবর্ষ নিয়ে কেন্দ্রের নানা পরিকল্পনার কথা গত কয়েকবছর ধরেই শোনা গিয়েছে। স্বচ্ছ্ব ভারত অভিযান থেকে শুরু করে সরকারের নানা পরিকল্পনা রয়েছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কেন্দ্রকে টেক্কা দিতে আসরে নেমেছে। গান্ধীজির জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষ্যে রাজ্য সরকার বিশেষ কমিটি গড়েছে।

গান্ধীজির সার্ধশতবর্ষ নিয়ে পরিকল্পনায় কেন্দ্রকে টেক্কা মমতার

গত ১৮ এপ্রিল সেই কমিটি গড়া হয়েছে। কমিটির শীর্ষে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কমিটিতে রয়েছেন মোট ৪৬ জন সদস্য। সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি থেকে শুরু করে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মুখ্যসচিব মলয় দে সহ অনেকেই রয়েছেন।

এছাড়া কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা থাকবেন। আগামী ২ অক্টোবর গান্ধী ভবনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেখানে কি কি হবে সেটা নিয়েই সরকার ভাবনাচিন্তা করছে।

সময় যত এগিয়ে আসবে, ততই গান্ধীজিকে নিয়ে স্কুল-কলেজে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হবে। এছাড়া গান্ধীজির আদর্শকে এই প্রজন্ম যাতে আয়ত্ব করতে পারে তার প্রচেষ্টা সরকার করবে। সেজন্য নানা সেমিনার, আলোচনার আয়োজন করা হবে।

এর পাশাপাশি গান্ধী ভবন, যা এই মুহূর্তে পূর্ত দফতর দেখাশোনা করে, তা পুরোপুরিভাবে রাজ্য সরকার নিজেদের দায়িত্বে নিয়ে দেখাশোনা করবে। এছাড়া কলকাতা বিশ্ববিদ্যালয়ে পাকাপাকিভাবে গান্ধীজির নামে একটি চেয়ার সংরক্ষণ করা হবে।

English summary
West Bengal govt making initiative for Mahatma Gandhi's 150th birth anniversary
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X