For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলাদেশকে টেক্কা! এবার পুকুরে ইলিশ চাষ করবে রাজ্য সরকার

ইলিশ উৎপাদনে এবার বাংলাদেশকে টেক্কা দিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। পুকুর ও নদীতে মাছ চাষ করে স্বনির্ভর হতে নয়া দৃষ্টান্ত স্থাপন করতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

  • |
Google Oneindia Bengali News

ইলিশ উৎপাদনে এবার বাংলাদেশকে টেক্কা দিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। পুকুর ও নদীতে মাছ চাষ করে স্বনির্ভর হতে নয়া দৃষ্টান্ত স্থাপন করতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ইলিশ চাষে স্বনির্ভর হতে নরওয়ের একটি সংস্থার সঙ্গে আগে থেকেই কথা চলছিল। এবার সেই সংস্থার সঙ্গে চুক্তি করা হবে।

বাংলাদেশকে টেক্কা! এবার পুকুরে ইলিশ চাষ করবে রাজ্য সরকার

নরওয়ের সেই সংস্থা দেশের পুকুর ও নদীতে স্যামন মাছ চাষ করে বিপুল সফলতা পেয়েছে। রাজ্য চাইছে মায়ানমার থেকে ইলিশের আমদানি বন্ধ করে দিতে। তাছাড়া বাঙালিদের ইলিশ প্রীতি দেখেও রাজ্য স্বনির্ভরতার লক্ষ্য নিয়ে এগোতে চাইছে।

ইলিশ মাছ সাধারণভাবে নোনা জলে ও নদীর মোহনায় হয়। তবে দূষণ বাড়তে থাকায় উৎপাদন কমছে। ২০১৩ সালের ডিসেম্বর মাসে ডায়মন্ড হারবারের সুলতানপুরে দেশের প্রথম ইলিশ করজারভেশন রিসার্চ সেন্টার তৈরি করা হয়। এই ধরনের কেন্দ্র আরও দুটি জায়গাতে তৈরি হয়েছে। হুগলির ত্রিবেণীতে এবং মুর্শিদাবাদের ফারাক্কায়। সেখানেই প্রচুর পরিমাণে ইলিশ চাষ হবে।

প্রসঙ্গত, রাজ্যে খোকা ইলিশ ধরা নিষিদ্ধ। সেই নিয়ে সচেতনতা বাড়াতে সরকার উদ্যোগও নিয়েছে। তা সত্ত্বেও লুকিয়ে খোকা ইলিশ ধরা ও বিক্রি চলছে। ফলে একদিকে এটি বন্ধ করতে যেমন সরকার কড়া ব্যবস্থা নিচ্ছে, তেমনই ইলিশ চাষের পরিমাণও বাড়াতে চাইছে।

English summary
Mamata govt to cultivate Hilsa in ponds so that Bengal can stop importing the fish from Myanmar, Bangladesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X