For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যের মুকুটে নয়া পালক! মোদী-মমতা বৈঠকের আগেই কেন্দ্রের পুরস্কারের চিঠি নবান্নে

এনিয়ে পরপর ষষ্ঠবার। কৃষি উৎপাদনে এগিয়ে রাজ্য। যার জন্য রাজ্যকে ফের কৃষি কর্মণ পুরস্কার দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শুরু হওয়ার আগে নবান্নে এসে পৌঁছছে কেন্দ্রের কৃষিমন্ত্রণালয়ের

  • |
Google Oneindia Bengali News

এনিয়ে পরপর ষষ্ঠবার। কৃষি উৎপাদনে এগিয়ে রাজ্য। যার জন্য রাজ্যকে ফের কৃষি কর্মণ পুরস্কার দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শুরু হওয়ার আগে নবান্নে এসে পৌঁছছে কেন্দ্রের কৃষিমন্ত্রণালয়ের চিঠি। পুরষ্কার হিসেবে রাজ্যকে দেওয়া হবে ২ কোটি টাকা।

পুরস্কারের খুশিতে মুখ্যমন্ত্রীর টুইট

পুরস্কার পাওয়ার খবরে স্বভাবতই খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে তিনি খবরটি জানান। সেখানে তিনি উল্লেখ করেছেন মূলত ভূট্টা উৎপাদনে সাফল্যের কারণেই এই চিঠি।

আগেও টানা পাঁচবার রাজ্য পেয়েছে এই পুরস্কার

অপর একটি টুইটে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন ২০১১-১২ সাল থেকে ২০১৫-১৬ পর্যন্ত একটানা পাঁচবার এই পুরষ্কার পেয়েছিল রাজ্য।

রাজ্যে ভুট্টার রেকর্ড উৎপাদন

রাজ্যে ভুট্টার রেকর্ড উৎপাদন

২০১৭০১৮ সালে রাজ্যে ভুট্টার রেকর্ড উৎপাদন হয়েছে। ১৫ লক্ষ মেট্রিকটন ভুট্টা উৎপাদন যেমন হয়েছে, ঠিক তেমনই দাম পেয়েছেন কৃষকরা। গড়ে ২২ টাকা কেজি দর পেয়েছেন তাঁরা।
রাজ্যে মাছ ও পোলট্টি চাষ ব্যাপক হওয়ায়, সেই দুই ক্ষেত্রে ভুট্টারও প্রবল চাহিদা তৈরি হয়েছে।

<strong>[ 'সারা দেশে এনআরসি হবে', ফের সরব হয়েই হুঙ্কার অমিত শাহের]</strong>[ 'সারা দেশে এনআরসি হবে', ফের সরব হয়েই হুঙ্কার অমিত শাহের]

[ আলিপুর দায়রা ও জেলা আদালতে জোড়া মামলা রাজীব কুমারের][ আলিপুর দায়রা ও জেলা আদালতে জোড়া মামলা রাজীব কুমারের]

English summary
West Bengal gets Krishi Karman award from centre for agricultural production for six consecutive year. Centre gives this award to the state for ahead in agricultural production.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X