For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলা আবার সর্বোচ্চস্তরে পৌঁছবে! ফের সীমা লঙ্ঘন না করতে বার্তা রাজ্যপালের

তিনি কখনও সীমা লঙ্ঘন করবেন না। কেউ সীমালঙ্ঘন করবেন না। সবাই একসঙ্গে কাজ করলে বাংলা আবার সর্বোচ্চস্তরে পৌঁছবে।

  • |
Google Oneindia Bengali News

তিনি কখনও সীমা লঙ্ঘন করবেন না। কেউ সীমালঙ্ঘন করবেন না। সবাই একসঙ্গে কাজ করলে বাংলা আবার সর্বোচ্চস্তরে পৌঁছবে। বিধানসভায় বিরোধী দলনেতা আব্দুল মান্নানের পুজোয় সস্ত্রীক হাজির হয়ে মন্তব্য রাজ্যপালের। এর আগে কখনও সোনারপুর কিংবা কখনও পলতা, রাজ্যপালকে বলতে শোনা গিয়েছে সীমার মধ্যে থেকে কাজ করার কথা।

বাংলা আবার সর্বোচ্চস্তরে পৌঁছবে! ফের সীমা লঙ্ঘন না করতে বার্তা রাজ্যপালের

মহানবমীতে শ্রীরামপুরের চাতরা গড়গড়ি ঘাটে পুজোতে গিয়েছিলেন রাজ্যপাল। সেখানে সবাইকে সীমার মধ্যে থেকে কাজ করার কথা বলেন রাজ্যপাল। তিনি কখনই লক্ষণ রেখা পার করবেন না। পাশাপাশি রাজ্যে কেউ যেন এই লক্ষণ রেখা পার না করে তার জন্য বলেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। এরপর আব্দুল মান্নানের বাড়িতে তিনি প্রাতঃরাশ সারেন বলে জানা গিয়েছে।

শ্রীরামপুরে রাজ্যপাল বলেন, একসময়ে রাজ্যের স্থান ছিল দেশের মধ্যে সব থেকে ওপরে। এক মন, এক দিশায় কাজ করলে রাজ্য আবার সেই স্থান দখল করবে বলে আশাপ্রকাশ করেন। তিনি বলেন স্বাধীনতার আগে অনেক বড় বড় মানুষ এসেছেন।

এর আগে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে পুজোর উদ্বোধনে গিয়ে তিনি বলেছিলেন প্রত্যেকটা মানুষের উচিত নিজের সীমায় থাকা। পরে উত্তর ২৪ পরগনার পলতায় গিয়ে বলেছিলেন, তাঁর কাজে বাধা দিলে তিনি ভাল ভাবে নেবেন না। পুজো উদ্বোধনের ফাঁকে তিনি বলেছিলেন, দেশের সংবিধান মেনে তিনি যে শপথ নিয়েছেন, তা তিনি সঠিকভাবে পালন করবেন।

পুজোর উদ্বোধনের ফাঁকে তিনি দুটি কথা মনে করিয়ে দিয়েছিলেন। রাজ্যপাল বলেছিলেন, তাঁর কাজ হল সংবিধানকে রক্ষা করা আর পশ্চিমবঙ্গের মানুষের সেবা করা। তাঁকে কাজে বাধা দেওয়া থেকে বিরত থাকতেও অনুরোধ জানিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর।

 [ ২০১৯-এ চিকিৎসা বিজ্ঞানে 'নোবেল' ঘোষণা! একসঙ্গে পুরস্কার পাচ্ছেন ৩ বিজ্ঞানী] [ ২০১৯-এ চিকিৎসা বিজ্ঞানে 'নোবেল' ঘোষণা! একসঙ্গে পুরস্কার পাচ্ছেন ৩ বিজ্ঞানী]

English summary
West Bengal will get highest place in India, tells Governor Jagdeep Dhankhar at Shreerampur in a Durga Puja. He also told, don't cross laxman rekha
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X