For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরছে তৃণমূলই, বিধানসভায় দাঁড়িয়ে ঘোষণা মমতার

বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরছে তৃণমূলই, বিধানসভায় দাঁড়িয়ে ঘোষণা মমতার

  • |
Google Oneindia Bengali News

সবকিছু ঠিক থাকলে চলতি মাসের মাঝামাঝি সময়েই ভোট ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রীর কথায়, সাত থেকে আটদিনের মাথায় হতে পারে নাকি ভোট ঘোষণা। আর তাই সেদিকে তাকিয়ে কর্মীদের পথে নামার নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। শুধু কর্মীদের নির্দেশ দেওয়া হয়, ভোটের আগে সংগঠনের হাল বুঝতে নিজে জেলা সফর শুরু করেছেন নেত্রী। বাংলায় যে সমস্ত জায়গায় বিজেপি নিজেদের পায়ের তলায় মাটি শক্ত করেছে সেই সমস্ত জায়গায় ছুটে যাচ্ছেন। ইতিমধ্যে উত্তরবঙ্গ সফর করেছেন নেত্রী। এবার টার্গেট শুভেন্দুর হাতে থাকা জেলাগুলি। আর সেই লক্ষ্যে ১০ তারিখ মালদহ থেকে ফের জেলা সফর শুরু করছেন মুখ্যমন্ত্রী। তবে ক্ষমতায় যে তাঁরাই ফিরবেন সেই বিষয়ে একবারে আত্মবিশ্বাস তুঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কখনও হাসতে হাসতেই বিরোধীদের কটাক্ষ করে বলছেন, তৃণমূল ছিল, আছে এবং থাকবে আবার কখনও বলছেন মসৃণ সরকার তৈরি করবে তৃণমূল। তেমনই বিধানসভার শেষ দিনেও সেই আত্মবিশ্বাস দেখা গেল নেত্রীর চোখে মুখে।

বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে তৃণমূল

বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে তৃণমূল

আজ বিধানসভার শেষদিন ছিল। ভোটের আগে শেষবারের জন্যে অধিবেশন বসে এদিন। আবার নতুন সরকার গঠন হলে বিধাসভার অধিবেশন ডাকা হবে। আর বিধানসভা অধিবেশনের শেষদিনেও ফের ক্ষমতায় ফেরার বিষয়ে আত্মবিশ্বাস দেখা গেল তৃণমূল সুপ্রিমোর চোখেমুখে। শুধু তাই নয়, সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েই ক্ষমতার মসনদেই থাকছে তৃণমূল। সোমবার বিধানসভায় বাজেট আলোচনার ওপর জবাবি ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ২০২১ এর বিধানসভা ভোটে তৃণমূলই বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে। বিধায়কদের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন, চিন্তা করবেন না। এখনও ভোয় ঘোষণা হয়নি। বাকি কাজ দ্রুত সেরে ফেলুন। উন্নয়নের কথা বলুন সরকারে ফিরবে তৃণমূল।

‘‌রাস্তা হবে মসৃণ, সরকার আরও

‘‌রাস্তা হবে মসৃণ, সরকার আরও

যেভাবেই হোক বাংলা দখলে মরিয়া বিজেপি। আর তা করতে গোটা টিমকে বাংলায় নামিয়ে দিয়েছেন অমিত শাহ। কেন্দ্রীয় একাধিক নেতা-মন্ত্রী বাংলা দখলের জন্যে কাজ চালাচ্ছে। কিন্তু তাতে যে তৃণমূল সুপ্রিমোর কিছু যায় আসে না, তা বারবার বুঝিয়ে দিয়েছেন। গত কয়েকদিন আগে ভোট অন অ্যাকাউন্ট পেশ করেন মুখ্যমন্ত্রী। আর তা পেশ করার সময়েও সরকারে যে তাঁরাই ফিরবেন সে বিষয়টি উঠে এসেছিল।

উল্লেখ্য, বাজেটে কলকাতা এবং সংলগ্ন এলাকা জুড়ে একগুচ্ছ রাস্তা এবং ফ্লাইওভার তৈরির প্রস্তাব দেন। কোথায় কোথায় ফ্লাইওভার, রাস্তা তৈরি হবে তার বিস্তারিত তথ্য দিতে থাকেন। আর তা দেওয়ার সময়েই মজার ছলে মুখ্যমন্ত্রী বলে ওঠেন, '‌রাস্তা হবে মসৃণ, সরকার আরও, যেন মসলিন'‌।

শেষ বেলায় কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়!

শেষ বেলায় কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়!

আজ সোমবার নতুন করে আরও ৭২ হাজার কোটি টাকার নয়া প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত একেবারে ভোটের মুখে দাঁড়িয়ে ছয় মারলেন তিনি। ভোটের আগে আজ ছিল বিধানসভার শেষ অধিবেশন। বাজেটের উপর জবাবী ভাষণ। যেহেতু অর্থমন্ত্রী অমিত মিত্র অসুস্থ, বাজেট যেহেতু মুখ্যমন্ত্রী পড়েন। তিনি জবাব ভাষণ রাখেন। একেবারে শেষ বেলায় বিধানসভায় দাঁড়িয়ে মোট ১৯টি শিল্প প্রকল্পের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সেগুলির উদ্বোধন হবে আজ সোমবার কিংবা আগামিকাল মঙ্গলবারের মধ্যে হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

কলকাতা সহ গোটা বাংলায় একাধিক প্রকল্পের ঘোষণা করা হবে বলে জানা যাচ্ছে। যার ফলে ব্যাপক একটা অংশে বাংলাজুড়ে কর্মসংস্থান হবে বলে মনে করা হচ্ছে। একদিকে কলকাতা এবং শহরতলির জন্যে একগুচ্ছ প্রকল্প রয়েছে অন্যদিকে, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে একাধিক প্রকল্পের কথা এদিন মুখ্যমন্ত্রী জানান। বিধানসভার বাজেট পর্বের শেষলগ্নে জবাবি ভাষণ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাষণ দেওয়ার সময় বিরোধী দলগুলি অভিযোগ করতে থাকে যে রাজ্যে কোনও কাজ হয়নি। বাজেটের মোড়কে ভোটের আগে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। এই অভিযোগের জবাবে নয়া প্রকল্পের খতিয়ান তুলে ধরেন দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মিথ্যা কথা বলছেন প্রধানমন্ত্রী!

মিথ্যা কথা বলছেন প্রধানমন্ত্রী!

সোমবার বাজেট নিয়ে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর অভিযোগের জবাব দেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মোদী মিথ্যা কথা বলছেন। মিথ্যা কথা বলা মোদীর অভ্যাসে পরিণত হয়েছে বলেও চাঞ্চল্যকর অভিযোগ মুখ্যমন্ত্রীর। তিনি বলেন, প্রতিদিন ওরা বলছে, কৃষকরা পাচ্ছে না। মুখ্যমন্ত্রী বলেন, ডেটা দাওনি, তাই করা যায়নি। তিনি বলেন, ডেটা দাওনি, তাই করতে পারিনি। সঙ্গে তিনি বলেছেন, ডেটা দাও, ভেরিফাই করে দেব। মুখ্যমন্ত্রীর অভিযোগ ওরা স্টেট পোর্টালে কৃষকদের হিসেব দেয়নি। নিজেদের পোর্টালে আলাদা করে হিসেব দিয়েছেন। মুখ্যমন্ত্রী দাবি করেন, কেন্দ্র ৬ লক্ষ কৃষকের নামের তালিকা দিয়েছে। তারমধ্যে আড়াইলক্ষের সার্ভে করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন, প্রতিদিন একলক্ষ করে সার্ভে করে দিতে পারবেন তাঁরা।

থমকে গেল বিজেপির রথ, মমতার সভার পরেই ঘুরবে রথের চাকা, মুর্শিদাবাদে বিক্ষোভ বিজেপিরথমকে গেল বিজেপির রথ, মমতার সভার পরেই ঘুরবে রথের চাকা, মুর্শিদাবাদে বিক্ষোভ বিজেপির

English summary
west bengal elections 2021: mamata banerjee claim to form govt TMC again
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X