For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তাঁর চেষ্টায় বেহালায় 'স্থান পাওয়া' পার্থ চক্রান্তকারী! নিজের গড়ে প্রথম রোড শো থেকে বিস্ফোরক শোভন

বিজেপিতে (bjp) যোগ দেওয়ার পরে প্রথমবার নিজের গড় বেহালায় বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায় (sovan chatterjee)। এদিন তিনি বেহালা ১৪ নম্বর থেকে ঠাকুরপুকুর থ্রি-এ বাসস্ট্যান্ড পর্যন্ত রোড শো করেন। এরই মাসে তিনি সংবাদ মাধ্য

  • |
Google Oneindia Bengali News

বিজেপিতে (bjp) যোগ দেওয়ার পরে প্রথমবার নিজের গড় বেহালায় বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায় (sovan chatterjee)। এদিন তিনি বেহালা ১৪ নম্বর থেকে ঠাকুরপুকুর থ্রি-এ বাসস্ট্যান্ড পর্যন্ত রোড শো করেন। এরই মাসে তিনি সংবাদ মাধ্যমের সামনে পার্থ চট্টোপাধ্যায়ের (partha chatterjee) বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করেছেন।

এদিনও তিনি 'নমস্কার' করেছেন তৃণমূলকে! কোন পথে দক্ষিণ ২৪ পরগনা জয়, বার্তা শুভেন্দুরএদিনও তিনি 'নমস্কার' করেছেন তৃণমূলকে! কোন পথে দক্ষিণ ২৪ পরগনা জয়, বার্তা শুভেন্দুর

বেহালায় রোড শো শোভন-বৈশাখীর

বেহালায় রোড শো শোভন-বৈশাখীর

বিজেপিতে যোগ দেওয়ার পরে প্রথম রোড শো করেছিলেন গোলপার্ক থেকে সেলিমপুর পর্যন্ত। এরপর তিনি রোড শো করেন বিষ্ণুপুরে। এদিন নিজের তৃতীয় রোড শোটি করেন নিজের গড় বলে পরিচিত বেহালায়। প্রসঙ্গত তিনি বেহালা পূর্বের বিধায়ক। এদিন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে পাশে নিয়ে শোভন চট্টোপাধ্যায় বেহালা ১৪ নম্বর থেকে ঠাকুরপুকুর থ্রি-এ বাসস্ট্যান্ড পর্যন্ত যান। তিনি দাবি করেন, এই কর্মসূচিতে লক্ষ লোকের সমাগম হয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের কর্মসূচিতে এর এক দশমাংশ লোক ছিল না বলে দাবি করেন তিনি।

 আধুনিক বেহালা তাঁর হাতে তৈরি

আধুনিক বেহালা তাঁর হাতে তৈরি

এদিনের রোড শো থেকে শোভন চট্টোপাধ্যায় দাবি করেন, আধুনিক বেহালা তাঁর হাতে তৈরি। তাঁর চেষ্টাতেই সেখানে কয়েক হাজার কোটি টাকা খরচ করা হয়েছে। দেশের আর কোথাও হয়নি বলে এদিন দাবি করেছেন শোভন চট্টোপাধ্যায়। কোনওভাবে কোনও কাউন্টার করে তাঁকে রোখা যাবে না বলে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন শোভন চট্টোপাধ্যায়। সোনার বেহালায় নতুন করে তিনি নেমেছেন বলেও জানান শোভন চট্টোপাধ্যায়।

প্রসঙ্গত এদিন বেহালায় বিজেপির কর্মসূচির আগে প্রায় একই পথে রোড শো করেন বেহালা পশ্চিমের বিধায়ক তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বেহালার অজন্তা সিনেমা হল থেকে রোড শো শুরু হয়ে তা শেষ হয় ঠাকুরপুকুরের থ্রি-এ বাসস্ট্যান্ডে। এই রোড শো থেকে পার্থ চট্টোপাধ্যায় দাবি করেন, এই ভিড় থেকেই বোঝা যায় মানুষের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা কতখানি। পাশাপাশি এদিন তিনি বিজেপির যোগদান মেলাকে যোগশূন্য মেলা বলে কটাক্ষ করেন।

পার্থ চট্টোপাধ্যায়কে বেহালায় এনেছিলেন তিনিই

পার্থ চট্টোপাধ্যায়কে বেহালায় এনেছিলেন তিনিই

এদিন শোভন চট্টোপাধ্যায় দাবি করেন পার্থ চট্টোপাধ্যায়কে বেহালায় এনেছিলেন তিনিই। সেই পার্থ চট্টোপাধ্যায়ই তাঁর বিরুদ্ধে চক্রান্ত করেছেন বলে অভিযোগ করেছেন শোভন চট্টোপাধ্যায়। প্রসঙ্গ শোভন চট্টোপাধ্যায় বেহালার ভূমিপুত্র। তাঁর আদি বাড়ি বেহালার পর্ণশ্রীতে। অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি দক্ষিণ কলকাতার নাকতলায়। একেবারে ছাত্র রাজনীতির সময়ে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন শোভন চট্টোপাধ্যায়। কংগ্রেসি রাজনীতির সঙ্গে যুক্ত পার্থ চট্টোপাধ্যায় অ্যান্ড্রু ইউলের পদাধিকারী ছিলেন। ২০০১ সালে তৃণমূল প্রার্থী হিসেবে বেহালা পশ্চিম থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করে তিনি জয়ী হন।

পরিবর্তনের পরিবর্তন হবে

পরিবর্তনের পরিবর্তন হবে

এদিন শোভন চট্টোপাধ্যায় দাবি করেন এবার বাংলায় পরিবর্তনের পরিবর্তন হবে। মানুষের আশীর্বাদ এবং প্রেরণাতেই তা হবে বলে মন্তব্য করেছেন শোভন চট্টোপাধ্যায়। তৃণমূল তাঁকে পিছন থেকে ছুরি মেরেছে বলেও এদিন অভিযোগ করেছেন কলকাতার প্রাক্তন মেয়র।

English summary
Sovon Chatterjee and Baishakhi takes part in BJP's road show in Behala
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X