For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বান্ধবী বৈশাখীকে নিয়ে এবার নিজের কেন্দ্রে! শোভনের রোড শো নিয়ে কোন বার্তা রত্নার

জানুয়ারিতে বিজেপির রাজনীতিতে সক্রিয় হয়েছেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় (sovan chatterjee)। অভিষেক গড় ডায়মন্ড হারবারের গিয়ে সভা করে চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি। এবার তিনি পা রাখতে চলেছেন, নিজের কর্মভূমি বেহ

  • |
Google Oneindia Bengali News

জানুয়ারিতে বিজেপির রাজনীতিতে সক্রিয় হয়েছেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় (sovan chatterjee)। অভিষেক গড় ডায়মন্ড হারবারের গিয়ে সভা করে চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি। এবার তিনি পা রাখতে চলেছেন, নিজের কর্মভূমি বেহালায়। মঙ্গলবার বিকেলে রয়েছে সেই কর্মসূচি। সঙ্গে থাকবেন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও।

বিজেপি জিতলে 'জার্সি' খুলে ফেলবেন তিনি! রাজীবকে নিয়ে তৃণমূলের কোন চিন্তা, বললেন প্রসূনবিজেপি জিতলে 'জার্সি' খুলে ফেলবেন তিনি! রাজীবকে নিয়ে তৃণমূলের কোন চিন্তা, বললেন প্রসূন

মঙ্গলবার বেহালায় নামছেন শোভন

মঙ্গলবার বেহালায় নামছেন শোভন

বিজেপি সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর তিনটেয় বেহলার ১৪ নম্বর বাসস্ট্যান্ড থেকে রোড শো শুরু করবেন, বিজেপির কলকাতা জোনের পর্যবেক্ষক শোভন চট্টোপাধ্যায়। তা যাবে ঠাকুরপুকুর থ্রি এ বাসস্ট্যান্ড পর্যন্ত। সঙ্গে বিজেপির অন্য শীর্ষ নেতারা ছাড়াও থাকবেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। প্রায় সাড়ে তিনবছর পরে বেহালায় ফিরে শোভন চট্টোপাধ্যায় কী বলেন, তা নিয়েও অনেকে অপেক্ষায় রয়েছেন। কেননা যে এলাকায় দিয়ে রোড শো, তাঁর অনেকটাই শোভন চট্টোপাধ্যায়ের নির্বাচনী ক্ষেত্র বেহালা পূর্ব।

আগ্রহ নেই রত্না চট্টোপাধ্যায়ের

আগ্রহ নেই রত্না চট্টোপাধ্যায়ের

একটা সময়ে বেহালার পর্ণশ্রীর মহারানি ইন্দিরা দেবী রোডে থাকতেন শোভন চট্টোপাধ্যায়। কিন্তু পারিবারিক কারণে প্রায় সাড়ে তিনবছর আগে পর্ণশ্রীর বাড়ি ছেড়ে তিনি এখন থাকেন গোলপার্কের বহুতলে। শোভন চট্টোপাধ্যায়ের বেহালার কর্মসূচি নিয়ে সেরকম কোনও আগ্রহ দেখাননি স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, রোড শো-এর কথা তিনি শুনেছেন। কিন্তু তাঁর কোনও আগ্রহ নেই। ওই মহিলাকে নিয়ে তিনি যত বেশি এলাকায় আসবেন, তৃণমূলের ভোট তত বাড়বে বলে মন্তব্য করেছেন তিনি। পাশাপাশি রত্না চট্টোপাধ্যায় বলেছেন, সাড়ে তিনবছর তাঁর সঙ্গে বাড়ির কোনও সম্পর্কে নেই। নিজের সন্তানদেরও তিনি কোনও খোঁজ নেন না। মানুষ এর জবাব দেবে বলেও মনে করেন রত্না।

ডায়মন্ড হারবারের পাশাপাশি তৃণমূলের বেহালা জয়ের কারিগর

ডায়মন্ড হারবারের পাশাপাশি তৃণমূলের বেহালা জয়ের কারিগর

একটা সময় বেহালা পূর্ব ও বেহালা পশ্চিম, দুই আসনেই বছরের পর বছর জয়ী হয়ে এসেছে সিপিএম। কিন্তু ছেদ পড়ে ২০০১-এ। বেহালা পশ্চিম থেকে জয়ী হন পার্থ চট্টোপাধ্যায়। তার আগেই অবশ্য কংগ্রেস থেকে তৃণমূলে যোগদান করেছেন শোভন চট্টোপাধ্যায়। তারও বহুবছর আগে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠ পরিচয় শোভনের। একদিকে যেমন ২০১৪-তে ডায়মন্ড হারবারে অভিষেকের জয়ের অন্যতম কারিগর ছিলেন শোভন চট্টোপাধ্যায়, ঠিক তেমনই তৃণমূলের বেহালা জয়ের কারিগর ছিলেন একটা সময়ে মমতার খুব কাছে থাকা কানন।

তৃণমূলের পাল্টা কর্মসূচি

তৃণমূলের পাল্টা কর্মসূচি

এদিন শোভন চট্টোপাধ্যায়ের কর্মসূচি শুরু হওয়ার আগেই এলাকায় পাল্টা কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস। যদিও তৃণমূলের তরফে একে পাল্টা কর্মসূচি বলতে নারাজ। রবিবার তৃণমূলের কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন, বেহালা পশ্চিমের তৃণমূল বিধায়ক তথা দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। সেই অনুযায়ী, ১১৯ নম্বর ওয়ার্ডের ২৯ পল্লির মোড় থেকে মঙ্গলবার বেলা ১২ টায় মিছিল শুরু করবে তৃণমূল কংগ্রেস।

English summary
Sovan Chatterjee's road show in Behala on second February
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X