For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেহালায় শোভনকে কালো পতাকা, তৃণমূলকে নিশানা বৈশাখীর

নিজের পুরনো পাড়াতে গিয়েই বিক্ষোভের মুখে পড়লেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। শোভন-বৈশাখীকে দেখানো হল কালো পতাকাও।এদিন শোভন-বৈশাখী রোড শো ছিল বেহালার রবীন্দ্রনগর এলাকায়। সেখানেই তাদে

  • By Abheek
  • |
Google Oneindia Bengali News

নিজের পুরনো পাড়াতে গিয়েই বিক্ষোভের মুখে পড়লেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। শোভন-বৈশাখীকে দেখানো হল কালো পতাকাও।

বেহালায় শোভনকে কালো পতাকা, তৃণমূলকে নিশানা বৈশাখীর

এদিন শোভন-বৈশাখী রোড শো ছিল বেহালার রবীন্দ্রনগর এলাকায়। সেখানেই তাদের লক্ষ্য করে দেখানো হয় কালো পতাকা। অশ্রাব্য ভাষায় গালিগালাজ দেওয়া হয় বলে জানা গিয়েছে। সেসময়ই কালো পতাকার মুখোমুখি হয়ে কিছুটা থমকে যায় রোড শো। শুধু সেখানেই নয়, এছাড়াও বেহালার একাধিক জায়গায় শোভন-বৈশাখীর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়েছে বলেও অভিযোগ উঠেছে। পাশাপশি, গাড়ির সামনে তোলা হয় 'খেলা হবে' স্লোগান।
ঘটনায় অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। তারাই ইচ্ছাকৃতভাবে পরিকল্পনামাফিক এই কাজ ঘটিয়েছে বলে অভিযোগ শোভন বৈশাখীর। তবে এভাবে তাদের কর্মসূচি আটকানো যাবে না বলেও দাবি জানিয়েছেন তারা।
তবে কারীদের দাবি, ভোটে জেতার পর তাঁর মুখ আর দেখা যায় নি। আবার ভোট এসেছে তাকে দেখা গিয়েছে। শুরু হয়েছে আনাগোনাও।
এর আগেও রোড শো-তে বেরিয়ে বিক্ষোভের সম্মুখীন হয়েছেন শোভন-বৈশাখী। কয়েকদিন আগে মহেশতলায় শোভন-বৈশাখীর মিছিলে কালো পতাকা দেখানো হয়। সেইসঙ্গে ঝাঁটা, জুতো দেখানো হয়। ধিক্কার প্ল্যাকার্ড, ছি-ছিক্কার স্লোগান চলে সারা রাস্তায়।
প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেস ছাড়লেও এখনও বেহালা পূর্বের বিধায়ক পদে রয়েছেন শোভন চট্টোপাধ্যায়। অন্যদিকে, ১৩১ নং ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন শোভন। যদিও তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্নের পর বেহালায় শোভনকে দেখা যায়নি। শোভনের এলাকার দায়িত্ব তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের কাঁধে তুলে দিয়েছিল ঘাসফুল শিবির। বেহালা পূর্ব ও ১৩১ নং ওয়ার্ডের তৃণমূল কো-অর্ডিনেটর করা হয়েছিল রত্নাকে। চলতি বছরের শুরুতে বিধানসভা নির্বাচনের মুখে ফের নিজের কেন্দ্রে পা রাখেন শোভন। কলকাতার প্রাক্তন মেয়রকে এলাকায় দেখা যায়নি বলে ক্ষোভ রয়েছে বেহালা বাসিন্দাদের একাংশের। এদিন সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এর আগে তিন বছর পর নিজের কেন্দ্রে পা রেখে তৃণমূল কংগ্রেসকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। 'শুধু বেহালাই নয়, কলকাতায় তৃণমূল ফাঁকা হয়ে যাবে', নিজের গড়ে রোড শো থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের বিরুদ্ধে এমনই নিশানা করেছিলেনন 'কানন'।
English summary
Black flag are shown to Sovan Baishakhi in Behala
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X