করোনার ধাক্কা! ৩১শে অগাস্ট পর্যন্ত মুম্বই, দিল্লি সহ ৬ শহর থেকে কলকাতার বিমান পরিষেবায় নিষেধাজ্ঞা
দেশের পাশাপাশি বাংলার করোনা পরিস্থিতিও ক্রমেই আরও খারাজ হচ্ছে। রোজই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এই মহূর্তে পশ্চিমবঙ্গে মোট আক্রান্তের সংখ্যা ১ লক্ষ পার করতে চলেছে। পাশাপাশি কলকাতায় আক্রান্তের সংখ্যাও প্রায় ২৯ হাজারের কাছাকাছি। এমতাবস্থায় বাড়তি সতর্কতা হিসাবে দেশের ছয়ি করোনা বিধ্বস্ত শহর থেকে কলকাতার বিমানে নিষেধাজ্ঞা বাড়ানো হল বলে জানা যাচ্ছে।

নিষেধাজ্ঞা বাড়ল ৩১শে অগাস্ট পর্যন্ত
দিল্লি, মুম্বই, পুনে, নাগপুর, আমেদাবাদ, চেন্নাইয়ের মতো করোনা বিধ্বস্ত শহরগুলির থেকে কলকাতাগামী বিমান পরিষেবার উপর এই সিদ্ধান্ত আরোপ করা হয়েছে বলে জানা যাচ্ছে। পশ্চিমবঙ্গে করোনার সংক্রমণ কমাতেই উল্লেখিত শহরে কলকাতা বিমানবন্দর থেকে বিমান চলাচল বন্ধের সময়সীমা বাড়িয়ে ৩১ আগস্ট করা হল বলে সরসারি ভাবে জানানো হয়েছে।

কোন কোন শহরের উপর নিষেধাজ্ঞা ?
এদিকে এর আগে ১৫ আগস্ট পর্যন্ত বিমান চলাচলের উপরে নিষেধাজ্ঞা জারি করেছিল রাজ্য। কিন্তু তারপরেও রাজ্যের করোনা সংক্রমণে বিশেষ ভাটা লক্ষ্য করা যায়নি। এমতাবস্থায় দিল্লি, মুম্বই, তামিলনাড়ু, গুজরাটের মতো রাজ্য থেকে যদি বিমান যাতায়াত করলে রাজ্যের পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে প্রশাসনের তরফে আশঙ্কা করা হচ্ছে।

অসমারিক বিমান পরিবহন মন্ত্রকের কাছে আর্জি
প্রসঙ্গত উল্লেখ্য দেশজুড়ে করোনা লকডাউন জারি করার পর দীর্ঘদিন বিমান পরিষেবা বন্ধ থাকার পরে গত ২৫শে মে থেকে ফের চালু হয় অন্তর্দেশীয় বিমান পরিষেবা। সূত্রের খবর, বাংলার বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে উপরোক্ত কয়েকটি রাজ্য থেকে কলকাতায় সাময়িক ভাবে বিমান চলাচল বাতিল করার জন্য অসমারিক বিমান পরিবহন মন্ত্রকের কাছে আর্জি জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। যে ছটি রাজ্যে সংক্রমণ ছড়িয়েছে, সেখান থেকে বিমানে যাতায়াত করলে কলকাতার আরও বিপদ বাড়বে বলেই মনে করছে রাজ্য প্রশাসন।

লকডাউনের দিনগুলিতেও বন্ধ বিমান পরিষেবা
এদিকে যেসব দিন রাজ্যে লকডাউন সেদিনও বিমান পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ থাকবে বলে রাজ্যের তরফে জানানো হয়েছে। এই দিনগুলি হল ৫ আগস্ট, ৮ আগস্ট, ২০ আগস্ট, ২১ আগস্ট, ২৭ আগস্ট, ২৮ আগস্ট, ৩১ আগস্ট। এি দিন গুলিতে কলকাতা বিমানবন্দরে কোনও বিমান চলাচল করবে না বলে সাফ জানানো হয়েছে।

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের সম্ভাবনা! ভাসবে কি দক্ষিণবঙ্গ, কোন সতর্কবার্তা হাওয়া অফিসের