For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতা না পিকে, কার বড় পরীক্ষা? ভোটের দিন ঘোষণার পরেই টুইটে বাংলা জয়ের বার্তা তৃণমূলের ভোটগুরুর

মমতা না পিকে, কার বড় পরীক্ষা? ভোটের দিন ঘোষণার পরেই টুইটে বাংলা জয়ের বার্তা তৃণমূলের ভোটগুরুর

Google Oneindia Bengali News

৮ দফায় রায় দেবে বাংলার জনতা। মহারণের দামামা বাজিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। একুশের টার্গেট পূরণে ঝাঁপিয়েছে সব রাজনৈতিক দলগুলি। তৃণমূল কী ভাবছে টুইটে জানিয়ে দিলেন দলের ভোটগুরু প্রশান্ত কিশোর। টুইটে প্রশান্ত কিশোর লিখেছেন বাংলার নিজের মেয়েকেই চায়। কাজেই তৃণমূল যে তৃতীয় বার সরকার গড়তে আসছেই তাতে কোনও সন্দেহের অবকাশ নেই সেটা বুঝিয়ে দিয়েছেন প্রশান্ত কিশোর।

প্রশান্তের টুইট

প্রশান্তের টুইট

লিখেছেন, গণতন্ত্র রক্ষা মহারণটা শুরু হবে বাংলা থেকেই। বাংলা নিজের মেয়েকেই চায়। ফের সেই স্লোগান টুইট করে বিজেপিকে এক প্রকার বাংলা জয়ের চ্যালেঞ্জ ছু়়ড়ে দিয়েছেন প্রশান্ত কিশোর। শুক্রবারই ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তাতে পক্ষপাতের অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 বড় পরীক্ষা প্রশান্তের

বড় পরীক্ষা প্রশান্তের

ভোটের দিন ঘোষণার আগে থেকেই একের পর এক শাসক দলেন বিধায়ক বিজেপির দিকে পা বাড়িয়েছে। তাঁদের সিংহভাগই অভিযোগের আঙুল তুলেছেন তৃণমূল কংগ্রেসের ভোটগুরু প্রশান্ত কিশোরের বিরুদ্ধে। দলনেত্রী নয় দল চালাচ্ছে কোম্পানি। এমনই অভিযোগ করেই দলত্যাগী হয়ে বিজেপিতে ভিঁড়েছেন শুভেন্দু,রাজীব, মিহির গোস্বামীরা। রাজ্যসভায় প্রকাশ্যে পিকের কোম্পানির বিরুদ্ধে অভিযোগ করে দল েছড়েছেন দীনেশ ত্রিবেদী। কাজেই একুশের ভোটে তৃণমূলকে ফের ক্ষমতায় নিয়ে আসা প্রসান্ত কিশোরের কাছে একটা বড় চ্যালেঞ্জ।

 ৮ দফা ভোট বঙ্গে

৮ দফা ভোট বঙ্গে

শুক্রবার বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক করে বাংলায় ৮ দফায় ভোট ঘোষণা করেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। ২৩ মার্চ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত ভোট চলবে রাজ্যে। এক দফায় জেলা গুলিকে ভাগ করে দেওয়া হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার ৩ দফায় ভোট হবে। কোনও জেলায় আবার দুই দফায় ভোট। ৫ রাজ্যেই ভোটের ফল ঘোষণা হবে এক দিনে ২ মে।

মমতার অভিযোগ

মমতার অভিযোগ

বিজেপির কথা শুনে ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন এমনই অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন অসমে ২৩৪ আসনে যদি তিন দফায় ভোট হতে পারে তাহলে বাংলায় কেন ৮ দফায় ভোট করা হল। যেখানে তৃণমূলের শক্তি বেশি সেখানে বুঝে বুঝে বেশি দফায় ভোট করানো হয়েছে। দক্ষিণ ২৪ পরগনায় ৩ দফায় ভোট হচ্ছে কেন প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী।

English summary
West Bengal Assemby Election 2021: Prashan Kishor tweet for Bengal poll win TMC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X