শোকপালনে নীরবতা ভাঙল মোবাইল! সিপিএম বিধায়কের অভিযোগে মান্যতা দিয়ে অধ্যক্ষের নতুন নির্দেশিকা
বিধানসভায় শোকজ্ঞাপনের সময় বেজে উঠল বিধায়কের মোবাইল। আর যার জেরে ক্ষিপ্ত বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এরপরেই সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে জানিয়ে দেওয়া হয়েছে, বিধানসভার অধিবেশন চলাকালীন কোনও সদস্য মোবাইল নিয়ে অধিবেশন কক্ষে প্রবেশ করতে পারবেন না। এদিন থেকেই এই নির্দেশিকা কার্য করা হয়েছে।

শোকপালনে নীরবতা ভাঙল মোবাইল
পশ্চিমবঙ্গ বিধানসভায় সোমবার থেকে শুরু হয়েছে বর্ষাকালীন অধিবেশন। শুরুতেই নিয়ম মেনে বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে চলছিল শোকজ্ঞাপন পর্ব। সেই সময় নীরবতা ভেঙে বেজে ওঠে এক বিধায়কের মোবাইল।

অভিযোগ সিপিএম বিধায়ক
বিধানসভায় গুরুত্বকাজের সময় এর আগেও বেজে উঠেছে মোবাইল। এদিন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে মোবাইল নিয়ে অভিযোগ জানান সিপিএম বিধায়ক তন্ময় ভট্টাচার্য। সঙ্গে সঙ্গেই তন্ময় ভট্টাচার্যের অভিযোগে মান্যতা দেন অধ্যক্ষ।

স্পিকারের তিরস্কার
কোন বিধায়কের মোবাইল বেজে উঠেছে তা জানা না গেলেও, এদিনের ঘটনায় ক্ষুব্ধ হন অধ্যক্ষ। তিনি বলেন, বিধানসভাকে ক্লাবঘর বানাবেন না।

মোবাইলে জারি নিষেধাজ্ঞা
এরপরেই বিধানসভার তরফে মোবাইল ব্যবহার নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে বলা হয়, সেলুলার ফোন ছাড়াও বিধানসভায় যে কোনও ইলেকট্রনিক সামগ্রির ওপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। অধিবেশন চলাকীলন বিধায়করা যাতে মোবাইল নিয়ে অধিবেশন কক্ষে প্রবেশ না করেন, সেই ব্যাপারেও আবেজন জানানো হয় নির্দেশিকায়।