For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিধানসভায় কোন দল কতো ভোট পেল জেনে নিন একনজরে

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

রাজ্য বিধানসভা ভোটে জয়জয়কার হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের। রাজ্যে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে ক্ষমতার মসনদে বসতে চলেছেন তিনি। আগামী শুক্রবার ২৭ মে শপথ নেবে নতুন তৃণমূল সরকার।

১৯৫২-২০১৬ পর্যন্ত পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের ফলাফল একনজরে

উল্লেখযোগ্য প্রার্থীদের জয়ের তালিকা একনজরে

এবারের বিধানসভা নির্বাচনে একা লড়ে দল হিসাবে সরকার গঠন করার মতো আসন পেয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। বাম-কংগ্রেস জোট সহ সমস্ত বিরোধীদের পরাস্ত করে ভোট শতাংশেও সবচেয়ে এগিয়ে মমতার দল।

বিধানসভায় কোন দল কতো ভোট পেল জেনে নিন একনজরে

তৃণমূল কংগ্রেস, সিপিএম, কংগ্রেস, বিজেপি সহ সমস্ত রাজনৈতিক দলগুলি শতাংশের বিচারে মোট কত পেল আর সংখ্যার বিচারেই বা কত ভোট পেল তা দেখে নিন একনজরে।

তৃণমূল কংগ্রেস

সকলকে পিছনে ফেলে এগিয়ে মমতার দল। একাই তৃণমূল পেয়েছে ৪৫ শতাংশ ভোট। সংখ্যায় যা গিয়ে দাঁড়ায় ২ কোটি ৪০ লক্ষ ৭৫ হাজার ৩৩৮টিতে।

সিপিএম

মোট ভোটের ১৯.৮ শতাংশ পেয়েছে সিপিএম। সংখ্যার বিচারে তা হল ১ কোটি ৫৯ লক্ষ ৬ হাজার ২টি ভোট।

জাতীয় কংগ্রেস

কংগ্রেস এবছর পেয়েছে মোট ১২ শতাংশ ভোট। অর্থাৎ মোট ৬৪ লক্ষ ১০ হাজার ৫৮০টি ভোট পেয়েছে কংগ্রেস।

বিজেপি

বিজেপি এবছর ১০.২ শতাংশ ভোট পেয়েছে। অর্থাৎ মোট ৫৪ লক্ষ ৫২ হাজার ৩২৫টি ভোট।

অলইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক

ফরওয়ার্ড ব্লক পেয়েছে ২.৮ শতাংশ ভোট। অর্থাৎ সংখ্যার বিচারে ১৫ লক্ষ ২৪ হাজার ৮২২টি ভোট।

নির্দল

নির্দল প্রার্থীরা এবছর পেয়েছে ২.৮ শতাংশ ভোট। অর্থাৎ ১১ লক্ষ ৬৬ হাজার ৪১০টি ভোট।

আরএসপি

আরএসপি পেয়েছে ৮ লক্ষ ৮০ হাজার২৭০টি ভোট অর্থাৎ মোট ভোটের ১.৭ শতাংশ ভোট।

সিপিআই

সিপিআই পেয়েছে ১.৫ শতাংশ ভোট। অর্থাৎ সংখ্যায় যা গিয়ে দাঁড়ায় ৭ লক্ষ ৮০ হাজার ৫৫৩টিতে।

এসইউসিআই

এসইউসিআই ভোট পেয়েছে মোট ৩ লক্ষ ৪৮ হাজার ৫৪টি। শতাংশের বিচারে ০.৭ শতাংশ।

বিএসপি

মায়াবতীর দলকে ভোট দিয়েছেন ০.৫ শতাংশ মানুষ। অর্থাৎ প্রায় ২ লক্ষ ৯০ হাজার১৭১ জন।

গোর্খা জনমুক্তি মোর্চা

০.৫ শতাংশ ভোট পড়েছে গোর্খা জনমুক্তি মোর্চায়। সংখ্যার বিচারে ২ লক্ষ ৫১ হাজার ৯২ জন।

ডিএসপি

০.৩ শতাংশ মানুষ ডিএসপিকে ভোট দিয়েছেন। অর্থাৎ ১ লক্ষ ৬৩ হাজার ৯৪৯ জন।

নোটা (এটি কোনও দল নয়)

এতে ভোট দিয়েছেন মোট ১.৫ শতাংশ মানুষ। সংখ্যার বিচারে মোট ৮ লক্ষ ৩ হাজার ১৩৪ জন।

সূত্র : ভারতের নির্বাচন কমিশন

English summary
West Bengal Assembly Elections 2016 : Partywise vote share and percentage
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X