For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘হাল ফেরাও, লাল ফেরাও’, ব্রিগেড কাঁপাবে বামেদের নতুন স্লোগান

‘হাল ফেরাও, লাল ফেরাও’, ব্রিগেড কাঁপাবে বামেদের নতুন স্লোগান

  • |
Google Oneindia Bengali News

২৮ ফেব্রুয়ারি ব্রিগেড সমাবেশের আগে বাংলায় বাম নেতাদের মুখে নতুন স্লোগান- 'হাল ফেরাও, লাল ফেরাও'। যে স্লোগানে বলা হচ্ছে তৃণমূল'কে হঠিয়ে আবার বামেদের ক্ষমতায় আনার কথা। যেখানে বামেদের সমাবেশে থাকবে জোট শরিক কংগ্রেসও।

 ব্রিগেড কাঁপাবে বামেদের নতুন স্লোগান

তবে এই সমাবেশে বক্তার তালিকা এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি। বামেদের তরফে শরিক নেতাদের পাশাপাশি অবশ্য থাকবেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। কংগ্রেস সূত্রের খবর, রাহুল গাঁধী এবং প্রিয়াঙ্কা গাঁধী বঢরা ব্রিগেড সমাবেশে অন্যতম বক্তা হিসেবে আসতে পারেন। এই ব্রিগেডে বিপুল লোকের জমায়েত হবে বলে আশা করছেন হাত-হাতুরি জোট। তাঁদের ধারণা, সব মিলিয়ে ১০ লক্ষের বেশি মানুষ আসবেন।

জোট নেতাদের দাবি, 'ঐতিহাসিক' হতে চলেছে এ বারের ব্রিগেড। সেই 'ইতিহাস' গড়ার লক্ষ্যে পাশাপাশিই সিপিএমের প্রচারে ঢুকে পড়েছে সম্প্রতি নেটমাধ্যমে 'ভাইরাল' টুম্পাসোনা। টুম্পার গানের অনুসরণে ব্রিগেডমুখী একটি গান ইতিমধ্যেই নেটমাধ্যমে ঘুরছে। মূলত বামপন্থীরা গানটি তাঁদের নেটমাধ্যমে 'শেয়ার' করতে শুরু করেছেন। বাম নেতা সূর্যকান্ত মিশ্র নিজে তাঁর সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলে গানটি শেয়ার করেছেন।

এই গানে ঘাসফুল শিবিরের সঙ্গে পস্ম শিবিরের সমঝোতার কথা বলে সেটিকে 'বিজেমূল' বলে বর্ণনা করা হয়েছে। গানে ঘুরেফিরে এসেছে 'টুম্পা, তোকে নিয়ে ব্রিগেড যাব। টুম্পা, চেন-ফ্ল্যাগে মাঠ সাজাব' কথাগুলি। বলা বাহুল্য, এই গান রাজনৈতিক নেতাদের পাশাপাশি বাংলার মানুষের সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। সর্বোপরি এবারের ভোট যুদ্ধ এবং তার প্রচার রীতিমতো জোরদার হতে চলেছে।

English summary
West Bengal assembly election 2021: New slogan of left front ahed of Brigade
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X