For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মেহনতি মানুষের খাবার চাই! কোমর কষেছেন বাম কর্মীর, কী থাকছে এবারে ব্রিগেডের মেনু

মেহনতি মানুষের খাবার চাই! কোমর কষেছেন বাম কর্মীর, কী থাকছে এবারে ব্রিগেডের মেনু

Google Oneindia Bengali News

এবার আর ভাত-ডিম-মাছ-মাংস নয়। ব্রিগেড এবার মেহনতি মানুষে। তাই খাবারও হবে মেহনতি মানুষের জন্যই। রুটি-সবজি খাইয়েই এবার ব্রিগেডে আসা দলীয় কর্মী সমর্থকদের পেট ভরাতে চান বাম নেতারা। তার জন্য ইতিমধ্যেই রান্না শুরু হয়ে গিয়েছে দলীয় কর্মী সমর্থকদের বাড়িতে। শনিবার রাত থেকে রবিবার সকালের টিফিন সবটাই তৈরি হচ্ছে বামেদের নেতা-কর্মীদের বাড়িতে। টিফিনের জন্য রাখা হয়েছে মুড়ি, চেনাচুর, লাডডু। দলীয় কর্মী সমর্থকদের বাড়ি বাড়ি ঘুরে খাবার সংগ্রহ করেছেন তাঁরা।

 রুটি-সবজি খাবার

রুটি-সবজি খাবার

এবার ব্রিগেডে ১০ লক্ষ লোকের সমাবেশ হবে। তাঁদের জন্য খাবারের বন্দ্যোবস্তও করা হয়েছে। এবার আর ডিম ভাত বা মাছ-মাংস নয়। এবারে মেহনতি মানুষের খাবার রুটি সবজি তুলে দেওয়া হবে ব্রিগেডে আসা বাম কর্মী সমর্থকদের। তার জন্য রান্না হচ্ছে দলেরই কর্মী সমর্থকদের বাড়িতে। টিফিনের জন্য রাখা হয়েছে শুকনো খাবার। মুড়ি, েচনাচুর ও লাড্ডু। দলীয় কর্মী সমর্থকদের বাড়ি বাড়ি ঘুরে খাবার সংগ্রহ করা হয়েছে।

১০ লক্ষ জমায়েতের সম্ভাবনা

১০ লক্ষ জমায়েতের সম্ভাবনা

শুধুমাত্র বামেদেরই ৭ লক্ষ জমায়েত। এছাড়া কংগ্রেস, আইএসএফের জমায়েত তো আছেই । মনে করা হচ্ছে ১০ লক্ষ জমায়েত হবে বাম-কংগ্রেসের ব্রিগেডে। বিমান বসু প্রস্তুতি ঘুরে দেখে বলেছেন এতো বড় করে হলেও সকলকে ব্রিগেডের মাঠে জায়গা দেওয়া যাবে না। এবারে সমাবেশ বড় হবে মনে করেই ৫০ ফুটের মঞ্চ ৈতরি করা হয়েছে। ৬৩০ টি মাইক বসানো হয়েছে।

 লোক আসছে শহরে

লোক আসছে শহরে

ইতিমধ্যেই বাম-কংগ্রেেসর ব্রিগেডের জন্য লোক আসতে শুরু করে দিয়েছে শহরে। তাঁদের থাকার জন্য শহরে বেশ কয়েকটি ধর্মশালা এবং কমিউনিটি সেন্টারের বন্দ্যোবস্ত করা হয়েছে। তাঁদের খাবারের বন্দ্যোবস্তও করা হয়েছে। ছাত্র যুব সংগঠনের উপর পুলিশের হামলার পর এবার আরও ব্রিগেডে ভিড় বাড়বে বলে মনে করা হচ্ছে। একুশের ভোটে ডিসাইডিং ফ্যাক্টর হয়ে উঠতে পারে বাম কংগ্রেস জোট। তাই ব্রিগেডের জোর প্রস্তুতি চলছে।

ঘুরে দেখলেন বিমান

ঘুরে দেখলেন বিমান

ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সমাবেশের প্রস্তুতি ঘুরে দেখেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। সঙ্গে ছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। ব্রিগেডের মঞ্চ ঘুরে দেখেন তিনি। সেখানেই িতনি বলেছেন প্রায় ৭ লক্ষ জমায়েত হবে ব্রিগেডে। সকলেই বাম কর্মী সমর্থক। এর পরেও কংগ্রেস। আইএসএফের কর্মী সমর্থকরা তো আছেই। সকলকে জায়গা দেওয়া যাবে না বলে জানিয়েছেন তিনি। এতোটাই ভিড় হবে এবারের ব্রিগেডে।

English summary
West Bengal Assembly Election 2021: Food preparation for Left -Congress Brigade
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X