লালুর মতো হাল হবে মমতার, ২০০ গোল দেবে বিজেপি, চা-চক্রে তৃণমূল নেত্রীকে তীব্র আক্রমণ দিলীপের
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে সিবিআইয়ের নোিটসের পর ফুঁসে উঠেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বঙ্গবন্ধুর মতো জেলে থেকই লড়াই করবেন বলে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন মমতা। এবার তার পাল্টা আক্রমণে বিজেপির রাজ্য সভাপতি বলেন, লালুর মতো হাল হবে মমতার। জেলে গিয়ে লালুর কী অবস্থা হয়েছে সবাই জানেন। একুশের ভোটে তৃণমূল কংগ্রেসকে ২০০ গোল দেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি।

মমতাকে নিশানা দিলীপের
বাঁকুড়ার চা-চক্র থেকে ফের তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি কটাক্ষ করে বলেছেন মমতার হাল লালুর মতো হবে। লালু যেমন জেলে গিয়েছেন। সেখান থেকে আর জিততে পারেননি। মমতা বন্দ্যোপাধ্যায়ও জেলে গিয়ে আর কিছুই করতে পারবে না। একুশের ভোটে তৃণমূল কংগ্রেসকে ২০০ গোল দেবে বিজেপি। প্রসঙ্গত উল্লেখ্য কয়লাকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা ও অভিষেকের শ্যালিকা মেনকাকে সিবিআই নোটিস পাঠিয়েছে। তারপরেই মমতা বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন জেলে গিয়ে বঙ্গবন্ধুর মতো লড়াই করবেন।

অভিষেকের স্ত্রীকে নোটিস
কয়লাকাণ্ডে আর্থিক লেনদেনে নিয়ে তৃণমূল কংগ্রেস যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে নোটিস পাঠিয়েছে সিবিই। রবিবার দুপুর ২টো নাগাদ নোটিস পাঠানো হয়। সেসময় বাড়িতে ছিলেন না রুজিরা। সূত্রের খবর অভিষেকের স্ত্রীর অ্যাকউন্ট থেকে ৪টি দেশে আর্থিক লেনদেনের তথ্য হাতে পেয়েছে সিবিআই। রুজিরার লন্ডনের ব্যাঙ্কের অ্যাকাউন্টও রয়েছে সিবিআইয়ের ব়্যাডারে।

সিবিআইকে জবাব রুজিরার
সোমবার সকাল ১১টা নাগাদ সিবিআইকে চিঠি পাঠিয়েছেন অভিষেক পত্নি রুজিরা। চিঠিকে সিবিআইকে তিনি জানিয়েছেন গতকাল তিনি বাড়িতে ছিলেন না । তবে ২৩ ফেব্রুয়ারি সকাল ১১টা থেকে দুপুর ৩েট পর্যন্ত তিনি সিবিআইকে সময় দিয়েছেন।সেই সময়ের মধ্যে সিবিআই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারে।তবে কিসের ভিত্তিতে তাঁকে নোটিস পাঠানো হল তা নিয়ে বুঝতে পারছেন না বলে চিঠিতে লিখেছেন রুজিরা।

তীব্র আক্রমণ মমতা-অভিষেকের
রুজিরা ও তাঁর বোন মেনকাকে সিবিআইয়ের নোটিস পাঠানো নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গিয়েছে খেলা হবে স্লোগান। অভিষেক তীব্র আক্রমণ শানিয়ে বলেছেন রাজনৈতিক উদ্দেশ্যে তাঁর স্ত্রী ও শ্যালিকাকে নোটিস পাঠানো হয়েছে। কয়েকদিন আগে পৈলানের সভা থেকে মমতা বিজেপিকে সতর্ক করে বলেছিলেন বাড়ির বউ ও ছোটের উপর আক্রমণ করা হলে তিনি মেনে নেবেন না।