For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নির্বাচনী প্রচারে বেরিয়ে পিডব্লিউডি ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন টালিগঞ্জের বিজেপি প্রার্থী বাবুল

নির্বাচনী প্রচারে বেরিয়ে পিডব্লিউডি ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন টালিগঞ্জের বিজেপি প্রার্থী বাবুল

  • By অভীক
  • |
Google Oneindia Bengali News

সামনেই ২১ এর বিধানসভা ভোটার প্রহর গুনছেন রাজ্যবাসী। ইতিমধ্যেই নির্বাচনী প্রচারে বের হয়েছেন বিভিন্ন দলের প্রার্থীরা। তবে বিজেপি এখনো সব কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেননি তবে যে যে কেন্দ্রে প্রার্থী ঘোষণা করা হয়েছে তারা প্রত্যেকেই শুরু করে দিয়েছে নির্বাচনী প্রচার। স্বাভাবিক ভাবে এদিন সকাল বেলা থেকেই কলকাতা টালিগঞ্জ এলাকায় স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনী প্রচার শুরু করে দিলেন টালিগঞ্জের প্রার্থী বাবুল সুপ্রিয়।

জনসংযোগ

জনসংযোগ

এদিন জনসাধারণের সঙ্গে জনসংযোগ করতে হাজির হলেন এবারের টালিগঞ্জ বিধানসভা এলাকার বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়।
প্রচারে বেরিয়েই এলাকার নোংরা - জঞ্জাল নিয়ে পিডব্লিউডি র ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এক রাশ ক্ষোভ উগরে দিলেন তিনি।

 'এগোতে গেলে বলছে নোংরা আছে'

'এগোতে গেলে বলছে নোংরা আছে'

তিনি বলেন, অনুশীলন কেন্দ্রের সামনে গেলাম মানুষ এগোতে বারণ করছে। এগোতে গেলে বলছে নোংরা আছে। একটা ছবি তুলতে চাইলাম তাও মানুষ বারণ করছে। সামনে এতো বড় খাল তার এই অবস্থা। পিডব্লিউডি মন্ত্রীর এলাকায় যদি এমন অবস্থা হয় তাহলে পশ্চিমবঙ্গের পিডব্লিউডি র কি অবস্থা হয়েছে !
বাবুল জানান, "এটা আমার প্রচার নয়। গতকাল হঠাৎই ঠিক হয়েছে, আজ সকালে এসেছি। এই স্বতঃস্ফূর্ততা দেখে খুব ভালো লাগছে।"

টালিগঞ্জে বিজেপি প্রার্থী

টালিগঞ্জে বিজেপি প্রার্থী

পাশাপাশি এলাকার তৃণমূল বিধায়ক অরূপ বিশ্বাসকে কটাক্ষ করে তিনি বলেন, "তিনি তৃণমূলের নীতি নিয়ে যে সন্ত্রাস চালিয়েছে, সেই দিক থেকে ওঁকে হারানোটা খুব জরুরি। যা শুনছি দোকান থেকে শুরু করে বাড়ি ভাড়া দেওয়া সবক্ষেত্রেই তোলাবাজি।" তবে আজকের এই প্রচারে জনসংযোগেই যোগ দিয়েছেন টালিগঞ্জের বিজেপি প্রার্থী।

কী জানান বাবুল

কী জানান বাবুল

এলাকায় গিয়ে তিনি সেখানে উপস্থিত হয়ে সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তা বলেন তাদের অভাব-অভিযোগের কথা শোনেন। তারপর তিনি সাংবাদিকদের জানান, এখানকার মানুষের অনেক অভাব অভিযোগ রয়েছে। তিনি প্রথমে সামনের একটি অনুশীলন কেন্দ্রে যান। কিন্তু মানুষ থাকে সেখানে যেতে বাধা দেন। কারণ জায়গাটি এতটাই আবর্জনা পূর্ণ যে জায়গায় যেতে তাকে বাধা দেওয়া হয়। তখনই বাবুল সুপ্রিয় পি ডব্লিউ ডি এর কাজ নিয়ে প্রশ্ন তোলেন। তারা কলকাতায় কি কাজ করছে। তা নিয়েও তিনি এদিন প্রশ্ন তুলেছেন তিনি।
অন্যদিকে, তিনি জানিয়েছেন বাম কংগ্রেস এবং আইএসএফ জোট বেঁধেছে। কিন্তু তাদের কখনোই ভোট দেবেন না বলেও আবেদন রেখেছেন বাবুল সুপ্রিয় ।অন্যদিকে তিনি জানিয়েছেন অরূপ বিশ্বাস ও তার ভাই স্বরূপ বিশ্বাস টালিগঞ্জ এলাকায় কি কি কাজ করেছেন তা জনসাধারণের কাছে অজানা নয় ।তাই নিজেদের ভোট যেন কোনোভাবেই তারা নষ্ট না করেন সেই বিষয়ে সাধারণ মানুষকে তিনি জানান। পাশাপাশি তিনি জানিয়েছেন যে সমস্ত বস্তি এলাকা রয়েছে তা প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে তাদের ঘরবাড়ি করে দেওয়া হবে বলে এদিন তিনি আশ্বাস দিয়েছেন। এদিন তিনি শুধুমাত্র স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষের সঙ্গে দেখাশোনা করতে আসেন বলে জানিয়েছেন বাবুল সুপ্রিয়।

বিধানসভায় বিজেপি প্রার্থী হওয়ার পরেই বিতর্ক, রাজ্যসভা থেকে ইস্তফা স্বপন দাশগুপ্তের বিধানসভায় বিজেপি প্রার্থী হওয়ার পরেই বিতর্ক, রাজ্যসভা থেকে ইস্তফা স্বপন দাশগুপ্তের

English summary
West Bengal assembly election 2021, babul supriyo accuses PWD
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X