For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস! 'হলুদ' ও 'কমলা' সতর্কতা জারি, জানুন বিস্তারিত

ফের নিম্নচাপের ভ্রুকুটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। মঙ্গলবার সৃষ্ট নিম্নচাপ ইতিমধ্যেই সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। যার প্রভাবে বুধবার রাত থেকেই গাঙ্গের পশ্চিমবঙ্গে শুরু হতে পারে বৃষ্টি।

  • |
Google Oneindia Bengali News

ফের নিম্নচাপের ভ্রুকুটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। মঙ্গলবার সৃষ্ট নিম্নচাপ ইতিমধ্যেই সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। যার প্রভাবে বুধবার রাত থেকেই গাঙ্গের পশ্চিমবঙ্গে শুরু হতে পারে বৃষ্টি। এই বৃষ্টি চলতে পারে শুক্রবার পর্যন্ত। এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের। বেশ কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দিঘায় পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে।

পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং মায়ানমার উপকূলে সৃষ্ট নিম্নচাপ সুষ্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। যা পূর্বমধ্য বঙ্গোপসাগর এবং সন্নিহিত অঞ্চলে অবস্থান করছে। একইসঙ্গে সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিমি ওপর পর্যন্ত বিস্তৃত রয়েছে ঘূর্ণাবর্ত। আগামী ১২ ঘন্টায় যা নিম্নচাপে পরিণত হবে। আর পরবর্তী ১২ ঘণ্টায় গভীর নিম্নচাপে পরিণত হবে বলে অনুমান আবহাওয়া দফতরের। যা পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে দিকে যাবে বলে অনুমান আবহাওয়া দফতরের। ২০ সেপ্টেম্বর রাত থেকে ২১ সেপ্টেম্বর সকালের মধ্যে যা পুরী এবং কলিঙ্গপত্তনমে আঘাত হানতে পারে বলে অনুমান।

পশ্চিমবঙ্গের জন্য পূর্বাভাস

পশ্চিমবঙ্গের জন্য পূর্বাভাস

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ১৯ সেপ্টেম্বর অর্থাৎ বুধবার রাত থেকেই বৃষ্টি শুরু হয়ে যাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়। যা ২০ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে বলে অনুমান আবহাওয়া দফতরের।

ভারী বৃষ্টির সতর্কবার্তা/ হলুদ সতর্কতা জারি

ভারী বৃষ্টির সতর্কবার্তা/ হলুদ সতর্কতা জারি

২০ সেপ্টেম্বর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টি(৭-১১ সেমি) হতে পারে।
২১ সেপ্টেম্বর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ছাড়াও বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা(৭-১১ সেমি) জারি করা হয়েছে।

কমলা সতর্কতা জারি

কমলা সতর্কতা জারি

পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে ২০ ও ২১ সেপ্টেম্বর বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।

মৎস্যজীবীদের প্রতি সতর্কবার্তা

মৎস্যজীবীদের প্রতি সতর্কবার্তা

২১ সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের মাছ ধরতে না যেতে পরামর্শ দেওয়া হয়েছে।

সতর্কবার্তা পর্যটকদের জন্যও

সতর্কবার্তা পর্যটকদের জন্যও

২০ ও ২১ সেপ্টেম্বর দিঘা এবং সংলগ্ন উপকূল এলাকায় পর্যটকদের সমুদ্রের জলে না নামতে পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে।

English summary
Well marked Low pressure area over Eastcentral Bay of Bengal and adjoining Myanmar coast
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X