নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া ফলা! ফের কি ভাসবে রাজ্যের পশ্চিমাংশ, জেনে নিন বিস্তারিত
নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া ফলা। আগামী ৪৮ ঘণ্টায় পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আবহ দফতরের তরফে। বুধবার রাজ্যের পশ্চিমাংশে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার জন্য মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলে নিম্নচাপ তৈরি হয়েছে। এরসঙ্গে সমুদ্র পৃষ্ঠ থেকে ৭.৬ কিমি ওপরে ঘূর্ণাবর্তও অবস্থান করছে। আগামী ৪৮ ঘণ্টায় যা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। যার ফলে ওড়িশায় বেশি প্রভাব পড়ার আশঙ্কা।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তাও দেওয়া হয়েছে। মঙ্গলবারের বাকি সময়ের জন্য পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি( ৭-১১ সেমি) হতে পারে। বুধবারের জন্য পূর্বাভাসে বলা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি (৭-১১ সেমি) হতে পারে।
পরবর্তী ৪৮ ঘণ্টা সময়ে উত্তর বঙ্গোপসাগর অর্থাৎ ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূল এবং বাংলাদেশ সংলগ্ন এলাকায় মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ার ওপরে সতর্কতা জারি করা হয়েছে।