এক ধাক্কায় ২ ডিগ্রি কমল তাপমাত্রা, শহরে শীতের আমেজ, জেলায় আরও পারদ পতন
অগ্রহায়ণ দোরগোড়ায়, কার্তিকের হিমেল হাওয়া ভর করে শহরে শীতের আমেজ। এক ধাক্কায় তাপমাত্রা ২ ডিগ্রি কমল শহরে। বুধবার সকাল থেকেই ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে কলকাতায়। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে যা ২ ডিগ্রি কম।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আরও কমেছে তাপমাত্রা। ভোর থেকেই হিমেল হাওয়া বইছে শহরতলি ও গ্রামাঞ্চলে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিমমেদিনীপুর, মালগহ জেলায় সকালের দিকে গরম চাদর গায়ে দিতে দেখা যাচ্ছে বাসিন্দাদের। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমের তাপমাত্রা এক ধাক্কায় ১৬ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে।
আগেই আবহাওয়া দফতর পূর্বাভাস দিেয়ছিল তাপমাত্রা কমার। বৃহস্পতিবার তাপমাত্রা আরও কমবে বলে জানা গিয়েছে। উত্তরবঙ্গের জেলা গুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শীত পড়তে শুরু করেছে পাহাড়ে। এবার একটু আগেই শীতের পরশ পরতে শুরু করে দিয়েছে। পুজো দেরিতে হয়েছে। তাই পুজো কাটতেই শহরেও তাপমাত্রার পতন শুরু হয়ে গিয়েছে। এবার শীত জাঁকিয়ে পড়বে বলে জানিয়েছেন আবহাওয়া বিদরা।
