For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বঙ্গোপসাগর বেয়ে ধেয়ে আসছে সাইক্লোন, ঠান্ডায় কোপ পড়ার আশঙ্কা

আবহাওয়া বিভ্রাটের শেষ নেই। বঙ্গোপাসাগরের উপরে এখন ঘনিভূত হচ্ছে ঘূর্ণিঝড়। যার জেরে ঠান্ডার দফা-রফা হওয়ার আশঙ্কা দেখা গিয়েছে।

Google Oneindia Bengali News

আবহাওয়া বিভ্রাটের শেষ নেই। বঙ্গোপাসাগরের উপরে এখন ঘনিভূত হচ্ছে ঘূর্ণিঝড়। যার জেরে ঠান্ডার দফা-রফা হওয়ার আশঙ্কা দেখা গিয়েছে। এমনিতেই এখনও কলকাতায় সেভাবে ঠান্ডা নেই। উত্তরের ফুরফুরে হাওয়ার আমেজ মাঝে মাঝে পাওয়া যাচ্ছে বটে, কিন্তু ঠান্ডার জন্য তা যথেষ্ট নয়। রাতে একটা মোটা চাদরেই এই ঠান্ডা মোকাবিলা করে ফেলছেন অনেক মানুষ। বৃহস্পতিবার দিনভর কলকাতা শহরের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি ছিল। ফলে, সকালের হিমেল হাওয়া দেখে যারা গরম পোশাক পরে বাইরে বেরিয়েছিলেন তাঁরা ঘেমে-নেয়ে একসা হয়েছেন।

বঙ্গোপসাগর বেয়ে ধেয়ে আসছে সাইক্লোন, ঠান্ডায় কোপ পড়ার আশঙ্কা

এই পরিস্থিতিতে বিশাখাপত্তনমের সাইক্লোন সেন্টার থেকে আশঙ্কায় ভরা পূর্বাভাস দেওয়া হয়েছে। এই পূর্বাভাসে জানানো হয়েছে ১২ ডিসেম্বর বিকেল থেকেই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছিল। বৃহস্পতিবার বিকেলে অন্ধ্রপ্রদেশের মছলিপট্টনমের কাছে তা এখন আরও ঘনিভূত হয়েছে এবং উত্তর দিকে অন্ধ্র উপকূল ও তামিলনাড়ু উপকূল লক্ষ্য করে ছুঁটে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় এটা ঘূর্ণিঝড়ে পরিণত হবে।

এর ফলে আগামী ৭২ ঘণ্টার মধ্যে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুতে প্রাকৃতিক দুর্যোগ আছড়ে পড়ার সম্ভাবনাও জানানো হয়েছে আবহাওয়া দফতর থেকে। বিশাখাপত্তনমের সাইক্লোন সেন্টারের প্রধান হিমা রাও জানিয়েছেন ১৫ ডিসেম্বর থেকে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুতে বৃষ্টি শুরু হবে। সেইসঙ্গে বয়ে যাবে ঝোড়ো হাওড়া। ১৪ তারিখ থেকে সমুদ্র উত্তাল হয়ে উঠবে। তাই মৎসজীবীদের সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার জন্য সতর্কতা জারি করেছে সাইক্লোন সেন্টার।

এদিকে, এই সাইক্লোনের সঙ্গে সঙ্গে হিমালয়ের পশ্চিম অংশেও ঝঞ্জা তৈরি হয়েছে। এর জেরে এখন হিমালয়ের এই অংশে আবহাওয়া যথেষ্টই খারাপ। জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশে প্রবল তুষারপাত হচ্ছে। কিন্তু, এই ঝঞ্জার প্রকোপে উত্তুরে হাওয়া ঢুকতে বাধা পাচ্ছে। যার জেরে তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি আছে বলেও আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে। এই আবহাওয়া আগামী তিন তিন জারি থাকার সম্ভাবনা রয়েছে। এই আবহাওয়ার জন্য সকালের দিকে একটা দীর্ঘ সময় জম্মু-কাশ্মীর, হিমাচলপ্রদেশ, উত্তর রাজস্থান, হরিয়ানা, পশ্চিম উত্তর প্রদেশ, উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ-এ কুয়াশার দাপট থাকবে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

কলকাতা এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই আবহাওয়া প্রভাব ফেলেছে। ঘূর্ণিঝড় ও পশ্চিমি ঝঞ্জার ফলে দেশের বেশকিছু রাজ্যে স্বাভাবিক তাপমাত্রা ১ থেকে ১.৫ ডিগ্রি বেশি থাকবে বলেই জানানো হয়েছে। এই রাজ্যগুলির মধ্যেও পশ্চিমবঙ্গের নাম আছে। এই পূর্বাভাসেই পরিষ্কার যে আগামী কয়েক দিন কলকাতা ও রাজ্যজুড়ে শীত নৈব নৈব চ। বলতে গেলে ঠান্ডার প্রতীক্ষায় এখন ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে।

English summary
Low pressure area in Southeast Bay of Bengal intensified into deep depression and further more it has intensified into cyclone. Due to this influence rain and wind will start on 15th December onwards.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X