For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ময়নাগুড়িতে প্রশ্ন ফাঁস কাণ্ড! অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার সুপারিশ পর্ষদের

স্কুল শিক্ষা দফতরের পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদও মাধ্যমিকের প্রশ্নফাঁস কাণ্ডে জড়িত ময়নাগুড়ির সুভাষনগর হাইস্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পেয়েছে। দাবি পর্ষদের।

  • |
Google Oneindia Bengali News

স্কুল শিক্ষা দফতরের পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদও মাধ্যমিকের প্রশ্নফাঁস কাণ্ডে জড়িত ময়নাগুড়ির সুভাষনগর হাইস্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পেয়েছে। দাবি পর্ষদের। যদিও প্রশ্নপত্র ফাঁস হয়েছে কিনা তা এখনও স্পষ্ট করে বলতে পারেনি মধ্যশিক্ষা পর্ষদ।

ময়নাগুড়িতে প্রশ্ন ফাঁস কাণ্ড! অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার সুপারিশ পর্ষদের

মধ্যশিক্ষা পর্ষদের কার্যকরী প্রধান কল্যাণময় গঙ্গোপাধ্যায় বৃহস্পতিবার জানান, ময়নাগুড়ির সুভাষনগর হাইস্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয়েছে। তাঁকে সাসপেন্ড করা হয়েছে। অভিযোগ নিয়ে তদন্ত চলবে। যদি ৯০ দিনের মধ্যে তদন্ত শেষ নাও হয় তাহলে সাসপেনশনের মেয়াদ বাড়বে বলে জানানো হয়েছে।

এছাড়াও স্ট্রং রুমের মধ্যে ভিডিও করার অভিযোগে, অপর শিক্ষক বিশ্বজিৎ রায়ের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয়েছে। সেই তদন্তও শুরু হয়েছে। এছাড়াও এই কাণ্ডে অপর অভিযুক্ত মন্টু রায়ের বিরুদ্ধে তদন্ত চালানোর কথা জানানো হয়েছে।

এছাড়াও স্কুলের ইতিহাসের শিক্ষক সম্রাট বিশ্বাস এবং স্ট্রংরুমের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকেও সাবধান করেছে পর্ষদ। শিক্ষক সম্রাট বিশ্বাস বিভিন্ন সময়ে বিভিন্ন বয়ান দিয়েছেন যাতে বিভ্রান্তি তৈরি হয়েছে। ভবিষ্যতে এমন কাজ করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে তাঁকে সাবধান করে দেওয়া হয়েছে।

স্কুল পরিদর্শক বিশ্বনাথ ভৌমিকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। একএক সময়ে একএক বয়ান দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। যদিও সেই বয়ানের সমর্থনে কোনও তথ্য প্রমাণ হাজির করতে পারেননি তিনি। এছাড়াও কোনও অনুমতি ছাড়াই সংবাদমাধ্যমে বক্তব্য রাখতে দেখা গিয়েছে তাঁকে। এজন্য তাঁকে শোকজ করা হয়েছে।

English summary
WBBSE claims in their investigation that five staffs are involved in question paper leak
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X