For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আলিয়া কাণ্ডের ভিডিও শেয়ার! মুখ্যসচিবকে বেলা একটার মধ্যে হাজিরার নির্দেশ রাজ্যপাল জগদীপ ধনখড়ের

রবিবার সারাটা দিনই চর্চার কেন্দ্রবিন্দুতে থাকল আলিয়া বিশ্ববিদ্যালয়ের (Aliah University) তৃণমূল ছাত্রপরিষদ (TMCP) নেতার উপাচার্যকে গালাগালি দেওয়া এবং নিগ্রহের ঘটনা। এদিন এই ঘটনার নিন্দা করে এই সংক্রান্ত তথ্য তিনি চেয়ে

Google Oneindia Bengali News

রবিবার সারাটা দিনই চর্চার কেন্দ্রবিন্দুতে থাকল আলিয়া বিশ্ববিদ্যালয়ের (Aliah University) তৃণমূল ছাত্রপরিষদ (TMCP) নেতার উপাচার্যকে গালাগালি দেওয়া এবং নিগ্রহের ঘটনা। এদিন এই ঘটনার নিন্দা করে এই সংক্রান্ত তথ্য তিনি চেয়ে পাঠিয়েছেন রাজ্য সরকারের কাছে। পাশাপাশি মুখ্যসচিবকে (Chief Secretary) সোমবার বেলা ১ টার মধ্যে তাঁর সঙ্গে দেখা করতেও নির্দেশ দিয়েছেন।

আলিয়া কাণ্ডের ভিডিও শেয়ার করে মুখ্যসচিবকে তলব

এদিন রাজ্যপালর শনিবার আলিয়াকাণ্ডের ভিডিও শেয়ার করে রাজ্যের মুখ্যসবিচকে তলব করেছেন। তিনি বলেছেন, ভিডিতে যে ছবি দেখা যাচ্ছে, তাতে পরিস্থিতি উদ্বেগজনক বলেই মনে হচ্ছে। সোমবার দুপুর একটার মধ্যে এই ঘটনার সম্পূর্ণ আপডেট পেতে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে রাজভবনে তলব করেন তিনি। টুইটে তিনি বলেছেন, আইন লঙ্ঘনকারীরা আইনের কোনও ভয়ই পায় না। আর যাঁরা আইন মেনে চলেন, তাঁদের জন্য এই দৃশ্য ভয়ঙ্কর বলেও মন্তব্য করেন রাজ্যপাল।

দৃষ্টান্তমূলক পরিণতি চাই, ধামা চাপা নয়

রাজ্যপাল অপর একটি টুইটে বলেছেন, গিয়াসুদ্দিন মন্ডলকে গ্রেফতার করা হয়েছে। মুখ্যসচিবের কাছ থেকে আপডেট হওয়ার পরে পরিস্থিতির ওপর আরও নজর দেওয়া হবে। তিনি বলেছেন, এই ধরনের লজ্জাজনক ঘটনার দৃষ্টান্তমূলক পরিণতি হওয়া প্রয়োজন। কোনওভাবেই যাতে বিষয়টির ধাপাচাপা পড়ে না যায়, তা দেখতে হবে।

তৃণমূলকে কটাক্ষ শুভেন্দুর

এই ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন উপাচার্য কেন্দ্রের পাঠানো অর্থ নয়ছয় করতে দিচ্ছেন না বলেই এই রাগ। উপাচার্য জানিয়েছিলেন, তিনি থানায় ফোন করলেও পুলিশ আসেনি। যা নিয়ে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেছেন, তৃণমূলের প্রভাবশালী নেতাদের হাত মাথার ওপরে রয়েছে, তাই পুলিশ আসেনি।

গ্রেফতার অভিযুক্ত ছাত্র

গ্রেফতার অভিযুক্ত ছাত্র

উপাচার্যকে গালাগালি ও নিগ্রহের ঘটনায় অভিযুক্ত ছাত্র গিয়াসুদ্দিন মণ্ডলের বাড়ি পূর্ব বর্ধমানে। সে রাজারহাটের মহম্মদপুরের একটি মেসে থাকে। এদিন সেখান থেকেই তাকে গ্রেফতার করে বিধাননগরের পুলিশ। তাঁর ফোনটিই বাজেয়াপ্ত করা হয়েছে। তবে এর আগের উপাচার্যকে নিগ্রহের ঘটনাতেও সে অভিযুক্ত ছিল। সে বেশ কিছুদিন জেলও খেটেছে। তবে তৃণমূল ছাত্র পরিষদের তরফে দাবি করা হয়েছে, ২০১৯-এ তাকে তৃণমূলের ছাত্র সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছিল। যদিও গিয়াসুদ্দিনের দাবি সে তৃণমূলই করে। এদিন গ্রেফতারের আগে সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে শনিবারের ঘটনার জন্য কোনওভাবেই অনুতপ্ত নয় বলে জানিয়ছে। এদিন গ্রেফতারের পরে অবশ্য গিয়াসুদ্দিনের ছবি তুলতে পুলিশ বাধা দেয়। কেন এই পুলিশি বাধা তা নিয়ে প্রশ্ন উঠছে।

Russia-Ukraine War: ১১ মেয়র অপহৃত! রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রীরRussia-Ukraine War: ১১ মেয়র অপহৃত! রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রীর

English summary
WB Gov Jagdeep Dhankhar calls CS by 1 pm on Monday to inform him on Aliah University matter
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X