For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতা বিমানবন্দরে দোহাগামী বিমানে জলের ট্যাঙ্কারের ধাক্কা, তদন্তে ডিজিসিএ

কলকাতা বিমানবন্দরে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল কাতার এয়ারলাইন্সের বিমান।

  • |
Google Oneindia Bengali News

কলকাতা বিমানবন্দরে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল কাতার এয়ারলাইন্সের বিমান। বিমানবন্দরে যাত্রী নিয়ে দোহা উড়ে যাওয়ার কথা ছিল বিমানটির। তবে ওড়ার কিছুক্ষণ আগেই ঘটে দুর্ঘটনা। যা বড় বিপর্যয় ডেকে আনতে পারত।

কলকাতা বিমানবন্দরে দোহাগামী বিমানে জলের ট্যাঙ্কারের ধাক্কা

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ওড়ার আগে যাত্রী তুলতে এসে দাঁড়িয়েছিল কাতার এয়ারলাইন্সের বিমানটি। সেইসময়ে আচমকা একটি জলের ট্যাঙ্কার এসে ধাক্কা মারে বিমানে। ঘটনায় হইচই শুরু হয়।

বিমানের একটা দিক ক্ষতিগ্রস্ত হয়েছে। কতটা ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। কীভাবে জলের ট্যাঙ্কারটি বিমানের এত কাছাকাছি পৌঁছে ধাক্কা মারল সেটাও তদন্ত হয়েছে। জানা গিয়েছে, ট্যাঙ্কারের চাকা ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তা বিমানে ধাক্কা মারে। কাতার এয়ারলাইন্সের বিমানের যাত্রীদের অন্য বিমানে দোহা পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। ডিজিসিএ ঘটনার তদন্তে নেমেছে।

সাম্প্রতিক সময়ে কলকাতা বিমানবন্দরে ছোটোখাটো বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। এদিন ঘটনা কেন ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

English summary
Water tanker hits Doha bound Qatar Airlines flight at Kolkata airport
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X