For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আগামী ১৪ই ডিসেম্বর জল সরবরাহ বন্ধ থাকবে কলকাতার বিস্তীর্ণ এলাকায়

আগামী ১৪ই ডিসেম্বর জল সরবরাহ বন্ধ থাকবে কলকাতার বিস্তীর্ণ এলাকায়

  • |
Google Oneindia Bengali News

চলতি সপ্তাহের শনিবার পানীয় জল পরিষেবা বন্ধ থাকবে উত্তর কলকাতা মধ্য কলকাতা দক্ষিণ কলকাতার একাংশ সহ সল্টলেকের বেশ কিছু অংশে। টালা ট্যাঙ্ক ও সংলগ্ন বুস্টার পাম্পিং স্টেশনের মেরামতির কারণে পানীয় জল পরিষেবা বন্ধ থাকবে বলে জানিয়েছে কলকাতা পুরসভা।

আগামী ১৪ই ডিসেম্বর জল সরবরাহ বন্ধ থাকবে কলকাতার বিস্তীর্ণ এলাকায়

আগামী ১৪ই ডিসেম্বর শনিবার সকালে জল দেওয়ার পর দুপুরে ও রাত্রে বন্ধ থাকবে জল। পাশাপাশি আগামী ১৫ই ডিসেম্বর রবিবার সকালের মধ্যেই পানীয় জল পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে বলে কলকাতা পৌরসভা সূত্রে খবর। দশটার পর কাজ শুরু হবে টালা পাম্পিং স্টেশন এবং জোড়াবাগান জল প্রকল্পের অধীনস্থ পাইপলাইন ওয়াটার পাম্প স্টেশনে।

কাজ চলবে ইন্দিরা গান্ধি জল প্রকল্পের অধীন টালা পাম্পিং স্টেশন এবং জোড়াবাগান জল প্রকল্পের অধীনস্থ পাইপলাইনে। টিপিএস এর পাইপ লাইনে লিকেজ মেরামতির কাজ হবে। পাশাপাশি এই সমস্ত পাইপলাইন গুলির সংস্কারের কাজ ও করা হবে বলে জানা যাচ্ছে।

সূত্রের খবর, শনিবার বেলা ১০টার পর থেকে কলকাতার ওই বিস্তৃর্ণ অঞ্চলে পানীয় জল পরিষেবা বন্ধ রেখে শুরু হবে মেরামতির কাজ। তারপর, রবিবার সকালের মদ্যেই ফের পানীয় জল পরিষেবা স্বাভাবিক হবে বলে জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম।

English summary
Drinking water supply services will be closed in large parts of Kolkata on Saturday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X