For Quick Alerts
For Daily Alerts
সারানো হচ্ছে পাইপলাইনের ফাটল, বন্ধ টালার জল-সরবরাহ
পাইপলাইনে ফাটল সারানোর কারণে আগামী ২৪ ঘণ্টা বন্ধ থাকবে টালার জল-সরবরাহ। পুরসভা সূত্রে জানা গিয়েছে, টালা জলাধারে দীর্ঘদিন ধরে একটি পুরনো লিকেজ ছিল এবং কোন রকমের সারাই করে কাজ চলছিল। কিন্তু এই দিন তা পুরোপুরিভাবে ফেটে যায় ফলে চারিধারে জল ছড়িয়ে পড়ে। তাই এটি পুরোপুরি ভাবে সারাই করার জন্য আগামী শনিবার কাজ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুরসভার তরফে।

ফলে শনিবার দুপুর থেকে রবিবার দুপুর পর্যন্ত বন্ধ থাকবে টালার জল সরবরাহ। আগামী দু'দিনের মধ্যে কলকাতা পৌরসংস্থা থেকে এই বিষয়ে একটি নোটিফিকেশন বার করা হবে বলেও এদিন জানান ফিরহাদ।

কলকাতা : পাইপে ফাটল, আগামী শনি ও রবিবার জল বন্ধ থাকবে উত্তর কলকাতায়
তবে অন্যদিকে গার্ডেনরিচ থেকে যেভাবে জল সরবরাহ করা হয় তা কিন্তু করা হবে। ফলে দক্ষিণ কলকাতায় জলের সরবরাহের কোনও সমস্যা হবেনা।
তৃণমূলের পঞ্চায়েত সমিতির সহ-সভাপতিকে খুনের চেষ্টা! ফের প্রকাশ্যে বসিরহাটে গোষ্ঠীদ্বন্দ্ব