For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেহাল দশা শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে! বহুলক্ষের ওষুধ নষ্ট

বৃষ্টির সঙ্গে নির্মাণ কাজের জল ঢুকে গিয়ে বেহাল দশা শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে বেসমেন্টের।

  • |
Google Oneindia Bengali News

বৃষ্টির সঙ্গে নির্মাণ কাজের জল ঢুকে গিয়ে বেহাল দশা শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে বেসমেন্টের। রবিবার বৃষ্টি হয়, তারপর থেকেই জল থৈ থৈ অবস্থা। নির্মাণ কাজের সঙ্গে বৃষ্টির জলে থৈ থৈ অবস্থা হাসপাতালের বেসমেন্টের। বহু লক্ষের ওষুধ নষ্ট হয়ে গিয়েছে। এই অবস্থা ১৫ থেকে ২০ দিন ধরে চলছে বলে হাসপাতাল সূত্রে খবর।

 জোরা সংকটে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল

জোরা সংকটে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল

জোরা সংকটে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল। সেখানে নির্মাণ কাজ চালাচ্ছে ম্যাকিনটোস বার্ন সংস্থা। বৃষ্টি আর সেই নির্মাণ কাজের জেরে, জল চুইয়ে পড়ে বেহাল দশা হাসপাতালের বেসমেন্টের। পাম্প লাগিয়ে জল বের করার চেষ্টা চালানো হচ্ছে। সূত্রের খবর অনুযায়ী, ১৫ থেকে ২০ দিন ধরে সমস্যা চলছে। তবে সমস্যা বেড়েছে রবিবার বৃষ্টির জেরে।

বহু লক্ষের ওষুধ নষ্ট

বহু লক্ষের ওষুধ নষ্ট

বেসমেন্টেই রয়েছে মেডিসিন স্টোর। ওষুধের কার্টুন জলে ভিজে গিয়েছে। লক্ষ লক্ষ টাকার ওষুধ নষ্ট হওয়ারও অভিযোগ উঠতে শুরু করেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে বৃষ্টির কারণে জল ঢুকেছে। বিষয়টি পূর্ত দফতরকে জানানো হয়েছে।

বন্ধ ওষুধ সরবরাহ

বন্ধ ওষুধ সরবরাহ

এদিকে বেসমেন্টে ওষুধের মেডিসিন স্টোর থেকে ওষুধ বের করাও বন্ধ হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। সেখানে ওষুধ ছাড়াও চিকিৎসার নানা সরঞ্জামও রাখা ছিল। সেখানে জীবনদায়ী ওষুধ রাখার ফ্রিজও বন্ধ করে রাখা হয়েছে।

English summary
Water over flowed in Shambhunath pandit hospital's basement
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X