For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উল্টোডাঙায় গাছ থেকে কেন বেরোচ্ছে জল, কী বলছেন যুক্তিবাদীরা

অন্ধ বিশ্বাসের জেরে ডুমুর গাছের পুজো শুরু হয়েছে উল্টোডাঙার ১৫ নম্বর বাসস্ট্যান্ড এলাকায়। পড়ছে প্রণামী। যুক্তিবাদী বলছেন, প্রকৃতির নিয়মে স্বাভাবিক প্রক্রিয়া। অতিরিক্ত জল বেরিয়ে যাচ্ছে।

  • |
Google Oneindia Bengali News

অন্ধ বিশ্বাসের জেরে ডুমুর গাছের পুজো শুরু হয়েছে উল্টোডাঙার ১৫ নম্বর বাসস্ট্যান্ড এলাকায়। পড়ছে প্রণামী। যুক্তিবাদী বলছেন, প্রকৃতির নিয়মে স্বাভাবিক প্রক্রিয়া। অতিরিক্ত জল বেরিয়ে যাচ্ছে। যদিও তা মানতে নারাজ ধর্মে বুঁদ হয়ে থাকা মানুষজন।

উল্টোডাঙায় গাছ থেকে কেন বেরোচ্ছে জল, কী বলছেন যুক্তিবাদীরা

উল্টোডাঙার ১৫ নম্বর বাসস্ট্যান্ড। আশপাশে শুকনো থাকলেও কাটা ডুমুর গাছ দিয়ে অবিরত জল পড়ছে। সেই গাছকে ঘিরে ভিড় জমার পর ঘটা করে পুজোও চলছে। গাছের তলায় শীলতা ও মনসা পুজো দিতে ভিড় করছেন স্থানীয় বাসিন্দাদের অনেকেই। অনেকে আবার দূর দূরান্ত থেকে আসছেন, ঘটনাটিকে চাক্ষুস করতে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাছের ওপর দিয়েই গিয়েছিল সিইএসসির তার। সতর্কতা মূলক ব্যবস্থা হিসেবে দিন দুয়েক আগে গাছের ওপরের অংশ কেটে দেয় সিইএসসির কর্মীরা। এরপর থেকেই গাছের কাটা অংশ দিয়ে অবিরত জল পড়ছে। খবর ছড়িয়ে পড়তেই ভিড়। এবম তারপর শুরু হয়ে গিয়েছে পুজো। ভক্তদের ভিড়ের জেরে বন্ধ হয়ে যাচ্ছে আচ্ছে রাস্তা। অসুবিধা হচ্ছে যান চলাচলেও। এর মধ্যে অনেকে আবার মন্দির বানানোর পরিকল্পনাও নিয়ে নিয়েছেন বলে জানা যাচ্ছে।

ভ্রান্ত ধারণা ভেঙে দিতে হাজির হয়েছেন যুক্তিবাদীরাও। তাঁরা বলছেন, প্রকৃতির নিয়মেই এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। গাছটির একটি অংশ কেটে দেওয়াতেই অবিরত জল পড়ছে। বলা যেতে পারে অতিরিক্ত জল বেরিয়ে যাচ্ছে। যুক্তিবাদীদের আবেদন, কুসংস্কার নিয়ে না এগোনই ভাল।

English summary
Water is coming out from the cut portion of a tree in Ultadanga area
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X