For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জল সংকট অব্যাহত, সমস্যা মিটবে কবে, কী বলছেন মেয়র

বেহালা, গার্ডেনরিচ-সহ কলকাতার একাধিক জায়গায় জল সংকট অব্যাহত। জল সংকট রয়েছে মহেশতলা, পূজালি এবং বজবজেও। তবে গার্ডেনরিচ জলপ্রকল্পের ফেজ ওয়ান চালুর চেষ্টা চলছে বলে জানা গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

বেহালা, গার্ডেনরিচ-সহ কলকাতার একাধিক জায়গায় জল সংকট অব্যাহত। জল সংকট রয়েছে মহেশতলা, পূজালি এবং বজবজেও। তবে গার্ডেনরিচ জলপ্রকল্পের ফেজ ওয়ান চালুর চেষ্টা চলছে বলে জানা গিয়েছে। তবে জল সরবরাহ করে স্বাভাবিক হবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

জল সংকট অব্যাহত, সমস্যা মিটবে কবে, কী বলছেন মেয়র

শনিবার রাতে গার্ডেনরিচ জলপ্রকল্পের ফেজ ওয়ানের একটি পাম্পে বিস্ফোরণের জেরে যাদবপুর, টালিগঞ্জ, বেহালার বিস্তীর্ণ অঞ্চলে জল সরবরাহে বিঘ্ন ঘটে। সেই রাত থেকে যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজও শুরু হয়। কুড়িটি পাম্প চালিয়ে জমা জল বের করার পর কাজ শুরু হয়। সোমবার কলকাতা পুরসভার তরফে জল সরবরাহ স্বাভাবিক হওয়ার কথা জানানো হলেও, একাধিক জায়গা থেকে অভিযোগ, জলের চাপ খুব কম। মূলত ১১৫ থেকে ১২০ নম্বর ওয়ার্ডে জল সংকট রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকাগুলিতে জলের গাড়িও পাঠানো হয়। তবে বেশ অসুবিধায় রয়েছেন মহেশতলা, বজবজ এবং পূজালি এলাকার বাসিন্দারা।

পুরসভা সূত্রে খবর, বিস্ফোরণের জেরে তিনটি মোটর ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেগুলির পরিবর্তে অন্য মোটর ধার করে এনে কাজ চালানো হচ্ছে। তবে গার্ডেনরিচের মোটর কবে সারাই করা হবে, কিংবা পাকাপাকিভাবে তার পরিবর্তন কবে হবে তার কোন নিশ্চয়তা দিতে পারেনি পুরসভা। মেরামতির কাজ কবে সম্পূর্ণ হবে, তা বলতে পারেনি পুরসভা।

সোমবার মেয়র শোভন চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, রাত থেকেই কাজ শুরু করতে পারে গার্ডেনরিচের ফেজ ওয়ান। যদিও মঙ্গলবার সকালেও তা কাজ শুরু করেনি। শোভন চট্টোপাধ্যায়ের দাবি, গার্ডেনরিচে বড় দুর্ঘটনা হলেও, সেরকম কোনও প্রভাব পড়েনি।

English summary
Water crisis continues in some parts of Behala under Kolkata Municipal Corporation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X