For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন্দ্রের দিশাহীন নীতির শিকার দেশের কোটি কোটি মানুষ, মোদিকে তোপ মুখ্যমন্ত্রীর

কেন্দ্রের দিশাহীন নীতির শিকার দেশের কোটি কোটি মানুষ। এটা জাতীয় বিপর্যয়। কেন্দ্রীয় সরকারের স্বৈরাচারী সিদ্ধান্তের ফল ভোগ করতে হচ্ছে দেশের গরিব মানুষকে।

  • By Sanjay
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ১৪ ডিসেম্বর : নোট বাতিল কাণ্ডে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় দেশের প্রধানমন্ত্রী। আবার তিনি তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় সরকারের দিশাহীন নীতির বিরুদ্ধে। এক টুইট-বার্তায় মুখ্যমন্ত্রী লেখেন, কেন্দ্রের দিশাহীন নীতির শিকার দেশের কোটি কোটি মানুষ। এটা জাতীয় বিপর্যয়। কেন্দ্রীয় সরকারের স্বৈরাচারী সিদ্ধান্তের ফল ভোগ করতে হচ্ছে দেশের গরিব মানুষকে।

স্বাধীনোত্তর ভারতে খেটে খাওয়া মানুষের সংখ্যা নেহাতই কম নয়। প্রায় ৫ কোটি মানুষ দিন আনে দিন খায়। তাঁদের কাছে এই নোট বাতিল একটা বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে। ৪০ দিন হতে চলল এখনও টাকার সমস্যা মিটছে না। কেন্দ্রের সরকার একেবারেই ব্যর্থ।

কেন্দ্রের দিশাহীন নীতির শিকার দেশের কোটি কোটি মানুষ, মোদিকে তোপ মুখ্যমন্ত্রীর

নোট বাতিলের দের অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা মার খাচ্ছেন। বিশেষ করে ই-কমার্স, চর্মশিল্প, পাট শিল্প, কাচ শিল্প, বিড়ি শিল্প, গয়না শিল্প চরম ক্ষতিগ্রস্ত। এই শিল্পের শ্রমিকরা বেকার হয়ে গিয়েছেন। চরম সঙ্কট নেমে এসেছে একশো দিনের কাছে। সারা দেশেই বন্ধ একশো দিনের কাজ। সাধারণ মানুষ খাবে কী? সরকার কোনও বিকল্প ব্যবস্থা করতে পারেনি আজও। কবে এই সমস্যার সমাধান হবে, এখনও তা জানাতেও পারেনি কেন্দ্রীয় সরকার।

মুখ্যমন্ত্রী তোপ দেগে বলেন, প্রধানমন্ত্রী কী জানেন, দেশের গরিব মানুষগুলের দিন কাটছে কী করে। কী করে তাঁরা অন্নসংস্থান করছে। তিনি খবরও রাখেননি, রাখার চেষ্টাও করেননি। অনুভব করতে পারি, কী নিদারুন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে সাধারণ মানুষজন। এটা সত্যিই উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

English summary
The millions of people of our country victimized for the wander-policy of center. chief minister attacked Narendra Modi.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X