For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গণনার দিনও এড়ানো গেল না হিংসা! যাদবপুরে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির

গণনার দিনও এড়ানো গেল না হিংসা। বিজেপির অভিযোগ, গণনা কেন্দ্রেই তাদের এজেন্টের ওপর হামলা করেছে তৃণমূল।

  • |
Google Oneindia Bengali News

গণনার দিনও এড়ানো গেল না হিংসা। বিজেপির অভিযোগ, গণনা কেন্দ্রেই তাদের এজেন্টের ওপর হামলা করেছে তৃণমূল। এদিকে
প্রাথমিক ফলাফল অনুযায়ী, রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ২৪ টি আসনে। বিজেপি এগিয়ে রয়েছে ১৭ টি
আসনে আর কংগ্রেস এগিয়ে রয়েছে ১ টি আসনে।

গণনা কেন্দ্রেই তৃণমূল বিজেপি সংঘর্ষ

গণনা কেন্দ্রেই তৃণমূল বিজেপি সংঘর্ষ

যাদবপুর কেন্দ্রের গণনা হচ্ছে বিজয়গড় জ্যোতিষ রায় কলেজে। সেখানেই গণনা কেন্দ্রে তৃণমূল কর্মীরা বিজেপির এজেন্টকে মারধর করে বলে অভিযোগ।
বিজেপির তরফে এই অভিযোগ করা হয়েছে।

[আরও পড়ুন:'বুকটা ধড়ফড় করছে'! আসানসোল নিয়ে মুনমুনের প্রতিক্রিয়া ][আরও পড়ুন:'বুকটা ধড়ফড় করছে'! আসানসোল নিয়ে মুনমুনের প্রতিক্রিয়া ]

যাদবপুর কেন্দ্রের প্রাথমিক ফল

যাদবপুর কেন্দ্রের প্রাথমিক ফল

মিমি চক্রবর্তী এগিয়ে ৪২,৮১৪ ভোটে। মিমি পেয়েছেন ১ লক্ষ ১৫ হাজার ৩৮৪ ভোট। দ্বিতীয় স্থানে থাকা বিজেপির অনুপম হাজরা পেয়েছেন ৭২,৫৭০ ভোট। আর
সিপিএম প্রার্থী বিকাশ ভট্টাচার্য পেয়েছেন ৪২,৬৯৭ ভোট।

২০১৪-র নির্বাচনে রাজ্যের ফল

২০১৪-র নির্বাচনে রাজ্যের ফল

২০১৪-র নির্বাচনে রাজ্যের ৪২ টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছিল ৩৪ টি আসন। কংগ্রেস পেয়েছিল ৪ টি আসন। সিপিএম এবং বিজেপি পেয়েছিল ২ টি করে আসন।

[আরও পড়ুন: আসানসোলে ভোট গণনার প্রাথমিক ট্রেন্ড দেখে বাবুলের মুখে রবি ঠাকুরের লাইন! ][আরও পড়ুন: আসানসোলে ভোট গণনার প্রাথমিক ট্রেন্ড দেখে বাবুলের মুখে রবি ঠাকুরের লাইন! ]

English summary
The counting for the crucial 2019 Lok Sabha elections have begun on a violent note for West Bengal after the Bharatiya Janata Party claimed that one of its party agents were thrashed at a counting station in the state.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X