একবছরেই 'ঘর ওয়াপসি' ২৫০০০ জনের! 'ষড়যন্ত্র' ঠেকাতে নতুন দাবি বিশ্ব হিন্দু পরিষদের
একবছরেই ধর্মে 'ফেরানো' হয়েছে কমপক্ষে ২৫ হাজার জনকে। এমনটাই দাবি করল বিশ্বহিন্দু পরিষদ। মুসলিম এবং খ্রিস্টান ধর্ম থেক এঁদের হিন্দু ধর্মে ফেরানো হয়েছে বলে দাবি করেছেন ভিএইচপির সাধারণ সম্পাদক মিলিন্দ পারান্দে। ২০১৮-তে এই ঘর ওয়াপসি সম্পন্ন হয়েছে বলে দাবি করেছে বিশ্বহিন্দু পরিষদ।

২০১৮-তে ২৫ হাজার জনের ধর্মান্তর
ভিএইচপির সাধারণ সম্পাদক মিলিন্দ পারান্দে জানিয়েছে, সারাবছর ধরে সারা দেশেই এই প্রক্রিয়া চলতে থাকে। ২০১৮ সালে ২৫ হাজার জনের ধর্মান্তরের কথা জানিয়ে ভিএইচপি নেতা বলেছেন, ২০১৯ সালের এখনও সংকলন করা হয়নি।

ধর্মান্ত রুখতে বিল আনার দাবি
নাগপুরে এক সাংবাদিক সম্মেলনে মিলিন্দ পারান্দে বলেছেন, ধর্মান্তর জাতীয় সমস্যা ছিল। দেশের ওপর হামলার মতো। দেশকে ভাগ করার ষড়যন্ত্রও বটে। তিনি আরও বলেন ভিএইচপি চায় এমন বিল আসুক যাতে ধর্মান্তর করাটাই কঠিন হয়ে যায়।

প্রসঙ্গ যখন রামমন্দির
রামমন্দির নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ভিএইচপি আশা করছে সুপ্রিম কোর্টের রায় ভালই হবে। কেনা পুরাতত্ত্বে প্রমাণ যে অযোধ্যায় রামমন্দির ছিল, বলেছেন তিনি।

প্রসঙ্গ যখন নাগরিকত্ব বিল
দেশের হিন্দুদের রক্ষায় নাগরিকত্ব বিলে সংশোধনের দরকার ছিল বলে জানিয়েছেন ভিএইচপির সাধারণ সম্পাদক মিলিন্দ পারান্দে।