For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সঙ্গীতজগতে এক যুগের অবসান! প্রয়াত প্রবাদপ্রতীম সঙ্গীতশিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়

বিশিষ্ট সঙ্গীতশিল্পী দ্বিজেন মুখোপাধ্যায় প্রয়াত হলেন। অবসান হল একটা যুগের। দীর্ঘদিন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সোমবার নিজের বাড়িই মৃত্যু হয় প্রবাদপ্রতীম শিল্পীর।

Google Oneindia Bengali News

বিশিষ্ট সঙ্গীতশিল্পী দ্বিজেন মুখোপাধ্যায় প্রয়াত হলেন। অবসান হল একটা যুগের। দীর্ঘদিন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সোমবার নিজের বাড়িই মৃত্যু হয় প্রবাদপ্রতীম শিল্পীর। তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। ফুসফুসে সংক্রমণ, শ্বাসকষ্ট, বুকে ব্যথা ছিল তাঁর। মেডিকেল বোর্ড গঠন করে শিল্পীর চিকিৎসা চলছিল। সব চেষ্টা বৃথা করে তিনি পরলোকগত হলেন।

সঙ্গীতজগতে এক যুগের অবসান! প্রয়াত প্রবাদপ্রতীম সঙ্গীতশিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়

ষাটের দশকে বাংলা সঙ্গীত জগতে দিকপাল শিল্পীদের মধ্যে জনপ্রিয়তার নিরিখে অন্যতম ছিলেন তিনি। হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর গলার মিল খুঁজে পাওয়া যেত। তিনি এপার বাংলা ও ওপার বাংলা- দুই বাংলাতেই আসামান্য জনপ্রিয়তা লাভ করেছিলেন। রবীন্দ্রসঙ্গীত গেয়েও মন জয় করে নিয়েছিলেন বাঙালি সঙ্গীতপ্রেমীদের। আর মহিষাসুরমর্দিনীতে তাঁর কণ্ঠ ছিল অবিস্মরণীয়। তাঁক কণ্ঠে 'জাগো দুর্গা' আজও শারদোৎসবের থিম সং রূপে পরিগণিত হয়।

চল্লিশের দশক থেকে তাঁর বাংলা সঙ্গীত জগতে পদচারণা। সলিল চৌধুরীর সুরে তাঁর কয়েকটি গান বিশেষ জনপ্রিয়তা লাভ করেছিল। প্রায় ১৫০০ গান তিনি রেকর্ড করেছিলেন। তার মধ্যে রবীন্দ্রসঙ্গীত ছিল ৮০০-রও বেশি। সঙ্গীত জগতে অসামান্য অবদানের জন্য ২০১০ সালে তিনি পদ্মভূষণ সম্মানে ভূষিত হন। ২০১১ সালে তিনি বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত হন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রবাদপ্রতীম শিল্পীর প্রয়াণে শোকপ্রকাশ করেন। তিনি লেখেন, 'আমি শোকস্তব্ধ। দ্বিজেন দা আর নেই। বাংলার সঙ্গীতজগতে ইন্দ্রপতন হল।' তিনি আরও লেখেন, 'দুঃখপ্রকাশ করার ভাষা খুঁজে পাচ্ছি না। স্বজন হারানোর বেদনা অনুভব করছি। ২০১১ সালে ওনাকে আমরা বঙ্গ বিভূষণ সম্মানে ভূষিত করেছিলাম। ওনার পরিবার ও অনুরাগীদের জানাই সমবেদনা।'

দ্বিজেন মুখোপাধ্যায়ের প্রয়াণে বাংলা শিল্পী মহলে শোকের ছায়া নেমে আসে। দ্বিজেন মুখোপাধ্যয়ের তাঁর স্মৃতিচারণা করেন সঙ্গীত সুরকার অভিজিৎ মুখোপাধ্যায় থেকে শুরু করে শিল্পী আরতি মুখোপাধ্যায়, হৈমন্তী শুক্লা প্রমুখ।

English summary
Veteran Singer Dwijen Mukharjee passes away. He was seriously ill and admitted at SSKM hospital,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X